২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:১৯/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

নোবেল জয়ী ভিএস নাইপল আর নেই

     

ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী ব্রিটিশ লেখক ভিএস নাইপল (৮৫) আর নেই। শনিবার ভিএস নাইপলের স্ত্রী নাদিরা নাইপল বিষয়টি নিশ্চিত করেন।
২০১১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রিটিশ এই লেখক। স্যার বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল ১৯৩২ সালের ১৭ আগস্ট ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যায়ন করেছেন। ইংল্যান্ডে স্থায়ী হলেও সারা দুনিয়াব্যাপী ঘুরে বেড়িয়েছেন নাইপল।
২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিটারেরি ফেস্টিভ্যাল’-এর ষষ্ঠ পর্বে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ লেখক ভি এস নাইপল। নোবেলজয়ী এই লেখক ৩০টিরও বেশি বই লিখেছেন। ১৯৭১ সালে বুকার পুরস্কার এবং ২০১১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রিটিশ এই লেখক।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply