২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:০১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:০১ অপরাহ্ণ

ডায়াবেটিক হাসপাতালের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ছে

     

সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ছে।আজ দেখে গেলাম।এখানে জায়গা সংকুলান ও সেবা খাত বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।নিবেদিত ফাউন্ডার ও গতিশীল ডোনারদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ হলে এটি সকল মহলের কাছে গ্রহণযোগ্য ও প্রশংসিত হবে।সেই লক্ষ্য হাসপাতাল এগিয়ে যাচ্ছে দেখে আমরা অবিভুত হয়েছি। ফাউন্ডারদের ধৈর্যশীল ও ত্যাগী মানষিকতায় হাসপাতাল এতদূর এগিয়েছে।আজ থেকে আমরাও এই হাসপাতালের ডোনার হতে চাই।মতবিনিময় ও রোগী কাউন্সিলিং এ আলোচকগণ এসব  কথা বলেন। আজ সকাল ১১টায় হাসপাতাল কার্যালয়ে মতবিনিময় ও রোগী কাউন্সিলিং  হয়। এই  রোগী কাউন্সিলিং ও মতবিনিময় সভায় হাসপাতালের স্বপ্নদৃষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি এম. আলী হোসেন সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইলধর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুর আলী।প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপ- কর কর্মকর্তা এম. মনজুর উদ্দিন চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন ডোনার এসোসিয়েশনের আহবায়ক মাষ্টার আবুল হোসেন।বক্তব্য রাখেন ফাউন্ডার আবদুল মান্নান, সাইফুল ইসলাম,  জাহেদুল ইসলাম  ও কাফকো কর্মকর্তা পলাশ চৌধুরী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply