২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৬:৪৩/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৪৩ পূর্বাহ্ণ

ইকবাল আহম্মদ স্মৃতি মেধা বিকাশ পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম  মেধা বিকাশে পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা প্রয়োজন

     

 

দক্ষিণ হালিশহর উইনিং ফাইটার ক্লাস আয়োজিত ইকবাল আহম্মদ স্মৃতি মেধা বিকাশ পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজ স্থানীয় একটি কমিউিনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। এসময় সিডিএ চেয়ারম্যান বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এগিয়ে চলায় সম্মুখিন হতে হবে অনেক প্রতিযোগিতায়, এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জ্ঞান বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে হবে। তাদেরকে উৎসাহিত করার জন্য এই ধরনের মেধা বিকাশের জন্য আয়োজন আরো বেশি বেশি দরকার। মনে রাখতে হবে মেধা বিকাশ কেবল লেখা পড়ার উপর নির্ভর করে না। এর পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি, বির্তক, ইত্যাদির মাধ্যেমে মেধা বিকাশ ঘটাতে হবে। ইব্রাহিম খলিল বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ডিস্ট্রিভিউশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম, হারুন উর রশিদ, জাকির আহম্মদ খোকন, নাছির মেম্বার, আলী নেওয়াজ মেম্বার, মো. নাছির, হাসান, সুমন, বাপ্পি, সুজন, এরশাদ, পিন্টু, হিরু, মিটু, কাজল, হৃদয়, ইমু, মাহাবুবুল হকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply