২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৪২/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ

পটিয়ায় রিক্সা বিতরন করলেন বিজিএমইএর নাছির

     

আ’লীগের অবহেলিত তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে
বাংলাদেশ পোষাক প্রস্তুত ও রপ্তানীকারক সমিতি (বিজিএমইএ) সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির বলেছেন, পটিয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অবহেলিত নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের পাশাপাশি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিলেও পটিয়ার দৃশ্যপট ভিন্ন। আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতায় গেলে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। ২০ জুলাই (শুক্রবার) বিকেলে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট এলাকায় রিক্সা বিতরণকালে বিজিএমইএ নেতা মোহাম্মদ নাছির এই কথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম আবদুল মতিন চৌধুরী, জেলা আ’লীগ সদস্য সেলিম নবী, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা আ’লীগ নেতা আবদুল করিম, সাবেক সাংঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এস,এম, মোরশেদ, আশিষ তালুকদার, মাঈনুদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, নাজিম উদ্দিন, যুবলীগ নেতা শামশেদ হিরু, জাবেদ সরোয়ার, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক অনুজ বড়ুয়া, আরমান হোসেন, রফিক উদ্দিন, নুরুল আলম, নাজিম উদ্দিন তালুকদার, দিদারুল হক জসিম, জসিম উদ্দিন, আনিসুর রহমান, সাদ্দাম হোসেন মুন্না, আবদুল কাদের, একে খাঁন, ওয়াসিব সাকিব প্রমুখ। উপজেলার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন গ্রামের সাবেক ছাত্রলীগের কর্মী অসহায় দিদারুল আলমকে একটি রিক্সা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply