২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১২:২০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ১২:২০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ প্রেসক্লাবে আজিজুল ইসলাম চৌধুরীর শোক সভা

     

আল-হেলাল,সুনামগঞ্জ 

কেবলমাত্র অনুকরনীয় অনুস্মরণীয় ও মহৎপ্রাণ হৃদয়ের অনন্য আলোকিত মানুষই নয়,বরং আইনজীবি ও সাংবাদিক হিসেবে আজিজুল ইসলাম চৌধুরী বরাবরই ছিলেন একজন সাদা মনের আদর্শিক মানুষ। তিনি সাংবাদিক অঙ্গনে কখনো অনৈতিক কাজে জড়িয়ে পড়েননি। সাংবাদিকতা পেশায় একজন পরিচ্ছন্ন ও পরিপাঠি মানুষ ছিলেন। শক্তিমান লেখনীর মাধ্যমে তিনি সমাজকে জাগিয়ে তুলতেন। কোন কিছু চাওয়ার বা পাওয়ার প্রত্যাশা তিনি করতেননা। কালা ডাকাতসহ কুখ্যাত ব্যাক্তিদের শায়েস্তা করেছেন এমনও অনেক উদাহারন রয়েছে তার সেবামূলক সাংবাদিকতায়। সাংবাদিকতার পাশাপাশি আইন পেশায় বিনা পয়সায় অসহায়দের আইনী সহায়তা দিতেন। প্রায়শই কোর্ট থেকে ফেরার সময় বাসায় খালি হাতে ফিরতেন। তিনি মানব কল্যাণকামী ও সদা হাস্যজ্বল ইতিবাচক নরম মেজাজের শান্ত স্বভাবের মানুষ ছিলেন। ১৩ জুলাই শুক্রবার রাতে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় বক্তারা এসব কথা বলেন। প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়ে’র সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান পীরের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ। শোকবার্তা পাঠ করেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও বাংলাভিশন প্রতিনিধি মাসুম হেলাল। শোকবার্তা পাঠ শেষে অতিথিবৃন্দ মরহুম আজিজুল ইসলাম চৌধুরী’র ছেলে ইহতেশাম মোহাম্মদ রাহিব চৌধুরী ও ভাই শফিউল ইসলাম ও কামরুল ইসলামের হাতে শোকবার্তা তুলে দেন। সভায় প্রয়াত আইনজীবি সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও লেখক অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক মোঃ কামরুজ্জামান চৌধুরী সাফি,সিনিয়র আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট জহুর আলী,লেখক কলামিস্ট এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির সিহাব,জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জিয়াউল হক, প্রেসক্লাবের সহ সভাপতি রওনক আহমেদ, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু,রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, দৈনিক আজকের সুনামগঞ্জ পত্রিকার সম্পাদক আবেদ মাহমুদ চৌধুরী,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ তালুকদার,দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী ও আজিজুল ইসলাম চৌধুরী’র ছোট ভাই শফিউল ইসলাম চৌধুরী প্রমুখ। সভায় প্রবীণ সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী বলেন,ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের একটি সভায় দেখলাম ৫০ জনের মতো সাংবাদিক। অথচ আজকে আজিজুল ইসলামের মত একজন নীতিবান সাংবাদিকের শোকসভায় এত সাংবাদিকরা কোথায় ? তিনি বলেন,সুনামগঞ্জে প্রথম প্রকাশিত কোন পত্রিকার সম্পাদক সাংবাদিক ছিলেন আব্দুল হাই। তাঁর পরে হাসান শাহরিয়ার,আবু আলী সাজ্জাদ হোসাইন,বজলুল মজিদ খসরু,শহীদুজ্জামান চৌধুরী,আইনুল ইসলাম বাবলু,সৈয়দ জিয়াউল ইসলাম ও আজিজুল ইসলামসহ ১৪ জন সাংবাদিককে নিয়ে আমরা প্রেসক্লাবের কমিটি গঠন করেছিলাম। এই প্রেসক্লাবের ভবন আমার হাতে গড়া। আজ প্রেসক্লাব ও রিপোর্টাস ইউনিটিতে সাংবাদিকের সংখ্যা বাড়ছে। কিন্তু আজিজুল ইসলামের মত নিবেদিত নীতিবান সাংবাদিকের অভাব আমি মর্মে মর্মে উপলব্ধি করছি। সে শুধু আমার ভাগ্না বা আত্মার আত্মীয়ই ছিলনা আমার একজন ঘনিষ্ট বন্ধু ও সৎ সহকর্মী ছিল। সুনামগঞ্জের বর্তমান বহুমাত্রিক অপসাংবাদিকতার মোকাবেলায় তার মতো আন্তরিক আদর্শিক সাংবাদিকের প্রয়োজন সর্বদাই থাকবে বলে আমি মনে করি। আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক আজিজুল ইসলাম চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন খালেকাবাদ জামে মসজিদের ইমাম হাফেজ আতাউর রহমান লস্কর। উল্লেখ্য গত ২৫ জুন সোমবার ভোর রাত ৩ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ও দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি,বিশিষ্ট আইনজীবী আজিজুল ইসলাম চৌধুরী (৫৭)। সোমবার বাদ আছর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে মোহাম্মদপুরস্থ কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply