২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / দুপুর ১:১৫/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ

গ্রীন সিগন্যাল পেয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছি

     

স্বাধীনতার পর এই পর্যন্ত যতজন এমপি হয়েছেন তারা কেউ পটিয়ার জন্য আন্তরিকভাবে কাজ করেনি। বঙ্গবন্ধুর ঘোষিত পটিয়া জেলা বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়নের জন্য আন্তরিক হলেও কিছু দুর্নীতিবাজ ব্যক্তির জন্য উন্নয়নের বাঁধা গ্রস্থ হয়েছে। পটিয়ার মানুষ এখন একজন সৎ আর্দশবান নেতাকে আগামী নির্বাচনে এমপি হিসেবে দেখতে চাই। পটিয়া সংসদীয় আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল পেয়েছেন বলেও তিনি জানান।  শুক্রবার সকাল ১০টায় পটিয়ার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এবং দলীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেও সাথে মত বিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম উপরোক্ত কথাগুলো বলেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ঠ সাংবাদিক ও রাজনীতিবিদ শিবুকান্তি দাশ, পটিয়া আইনজীবী সমতিরি সাবেক সভাপতি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট খুরশীদ আলম, সাবেক পৌর কাউন্সিলর হাসান মুরাদ,পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন, নাসির উদ্দীন আহমেদ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা শাহ আলম, মজিবুবুর রহমান, ওয়াহিদুল আলম বাবুল, আলমগীর আলম,সাবেক ছাত্র নেতা সাইফুল্লাহ পলাশ, সাহাবুদ্দিন চৌধুরী, বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিক হাসান,পটিয়া পৌরসভা যুবলীগ নেতা আমান উল্লাহ আমিরী, সাইফুল ইসলাম সোহেল, পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ। বদিউল আলম গতকাল পটিয়ার পৌর সদরের গৌবিন্দারখীল, আল্লাই ওখাড়া, শান্তির হাট,কুসুম পুরায় বিভিন্ন শ্রেণির ও পেশার মানুষের সাথে মত বিনিময় করে আগামী নির্বাচনের প্রার্থী হওয়ার বিষয়টি জানিয়ে দেন।

শেয়ার করুনঃ

Leave a Reply