২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:১৬ অপরাহ্ণ

জমিয়তুল ফালাহর ইসলামে সম্মেলনে ওলামায়ে কেরাম

     

পবিত্র কুরআন ও সুন্নাহের আলোকে মুসলমানগণ এক ও নেক হয়ে গেলে উভয় জাহানে কামিয়াব হবে

বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে ওলামায়ে কেরাম বলেছেন, মুসলমানগণ এক সময় পুরো পৃথিবী শাসন করেছে। পবিত্র কুরআন-সুন্নাহের আলোকে জীবনাদর্শ ধারণ করে মুসলিমরা যেখানেই গিয়েছেন মুসলমানদের বিজয় ঢংকা বেজেছে। মুসলিমগণ পুনরায় আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল (সা.)-এর দেখানো জীবন পদ্ধতি চর্চা করলে পুরো বিশ্বই তাঁদেরকে আবারও নেতৃত্বের আসনে বসাবে।
জামিয়া ইসলামিয়া জিরি মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব (দা. বা.)-এর সভাপতিত্বে সম্মেলনে বয়ান পেশ করবেন মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা), জামিয়া আজিজুল উলুম বাবুনগরের প্রধান মুফতী হযরত মাওলানা মুফতী মাহমুদুল হাসান, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত সিনিয়র শিক্ষক আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামযা, জামিয়া বায়তুল করীম আল-ইসলামিয়া চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও শীর্ষস্থানীয় পীর-মাশায়েখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply