২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১০:২৮/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১০:২৮ অপরাহ্ণ

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আলো দেখাবোই’র আম উৎসব

     

“একটি শিশু দুটি আম” শিরোনামে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আম উৎসব আয়োজন করে সামাজিক সংগঠন আলো দেখাবোই। ১৩ জুলাই শুক্রবার বিকেলে নগরীর সিআরবি হাসপাতালস্থ সুবিধা বঞ্চিত শিশুদের বিদ্যায়তন বর্ণের স্কুলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে দুটি করে আম তুলে দেয় সংগঠনটির সদস্যরা। সংগঠনের পরিচালক এম.এইচ.স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও কলামিষ্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। এ সময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সাধারণ সম্পাদক শামসুজ্জোহা আজাদ পলাশ, চিটাগং বয়েজের চেয়ারম্যান শরীফুল ইসলাম শরীফ, হেলথ বিডি’র পরিচালক খন্দকার মোহাম্মদ হালিম, পপুলার জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি এম.এ.জলিল, সাকিব সাখওয়াত, আলো দেখাবোই’র নির্বাহী সভাপতি মুনীর হোসাইন, কবির আহমেদ, ওমর পারভেজ, তৈয়ব হোসেন, মাইনুল ইসলাম, শান্তা ইসলাম, সাবিলা ইসলাম, সাঈদ মান্না, মোঃ শাকীল, মোক্তার হোসেন হিরা প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলের ভেতরটা যেমন সুস্বাদু ও মিষ্টিদায়ক হয়, তেমনি আমাদের ভেতরের মানুষটাও যেন সুন্দর ও পবিত্র হয়। সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনে অবহেলিত এসব শিশুদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। উল্লেখ্য, গত ৬ জুলাই থেকে শুরু হওয়া এবারের আম উৎসব থেকে সুবিধা বঞ্চিত শিশুদের ৩টি স্কুলের ২০০শত শিশুর মাঝে ৪০০টি আম বিতরণ করা হয়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply