২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১:৩৫/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ণ

‘উপহার হিসেবে সরকারি কর্মকর্তারা শুধু ফুল ও খাবার নিতে পারবেন’

     

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার জনক ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, মন্ত্রিসভার সবাই সরকারি কর্মকর্তা। প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও রাজনৈতিক সচিবদের তাদের সম্পদ ও আয়ের তথ্য প্রদান করতে হবে। খবর মালয়েশিয়ার স্টার অনলাইনের। 

সোমবার দুর্নীতি বিরোধী মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকের পর মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।

এদিকে মাহাথির মোহাম্মদের এই বক্তব্য আদালতের এক রায়ের সঙ্গে সাংঘর্ষিক। গত বছর এক আদালতের রায়ে বলা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক সরকারি কর্মকর্তা নন। তাই সরকারি অফিসে দুর্নীতির জন্য তাকে দায়ী করা যাবে না।

এ প্রসঙ্গে মাহাথির বলেন, আদালতের আইন কোনো সৃষ্টিকর্তা নয়। কোনো রায় যদি যুগোপযোগী না হয়, বর্তমান চিন্তাভাবনার সঙ্গে খাপ না খায়- তাহলে তা আমরা সংশোধন করতে পারি।

তিনি আরও বলেন, উপহার হিসেবে রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা শুধু ফুল ও খাবার নিতে পারবেন।

মাহাথির বলেন, এমনকি একটি ক্রেস্ট গ্রহণ করতেও অনুমতি নিতে হবে। যদি তাদেরকে (রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তা) মার্সিডিজ বা প্রোটন গাড়ি দেয়া হয়, তা অবশ্যই ফেরত দিতে হবে।এবিনিউজ থেকে

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply