২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৫২/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

দেশ স্বাধীন না হলে জনগণ প্রবাসে আসতে পারতোনা -নদভী

     

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতোনা আর বাংলাদেশ স্বাধীন না হলে আজ প্রায় ১কোটি জনগণ প্রবাসে আসতে পারতোনা। যারা প্রবাসে এসে বঙ্গবন্ধু তথা আওয়ামীলীগের বিরুধীতা করে তাদের প্রবাসে থাকার দরকার নেই। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে দেশের যা উন্নয়ন ও বিশ্বের দরবারে বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করেছিলেন তা পরবর্তী ২১ বছরেও কোন সরকার করতে পারেনি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন, কাকরাইল জামে মসজিদসহ বিভিন্ন জায়গায় মদ জোয়ার লাইসেন্স বাতিল এবং বেতার টেলিভিশনে কোরআন তেলোয়ারাতের মাধ্যমে দিনের প্রচার শুরু করেছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্য সফল প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা ১০০০ হাজারের মতো মাদ্রসাকে সরকারী করণ করেছেন। ৫৬৫টি আধুনিক মসজিদ দেশের প্রত্যেক উপজেলায় নির্মিত হবে।

ঢাকায় হাজার হাজার কোটি টাকা ব্যায়ে আন্তর্জাতিক মানের ইসলামি বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার দুবাই ও উত্তর আমিরাত প্রবাসী শাখার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ১৫ আসনের সাংসদ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী উপরোক্ত মন্তব্য করেন। দুবাই ও উত্তর আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি লায়ন মুহাম্মদ নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য মিসেস রেজিয়া রেজা চৌধুরী, মিসেস শারমিন ইসলাম তালুকদার, এম.এ সবুর, মহিউদ্দিন, হাজী শফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন, আবুল কাসেম, আব্দুল আউয়াল, বচন মিয়া তালুকদার, আনসার প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply