২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৫:৫১/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

বেড়িবাঁধ রক্ষণাবেক্ষনের জন্য বিজিএমইএ নাছিরের অনুদান

     

পটিয়া উপজেলার শ্রীমাই খালের বেড়িবাঁধ সাম্প্রতিক সময়ের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ হওয়া বেড়িবাঁধ রক্ষণাবেক্ষনের জন্য বিজিএমইএ সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির নগদ অর্থ প্রদান করেছেন। শুক্রবার (৬ জুলাই) বিকেলে পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আ’লীগের সদস্য মোজাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আ’লীগের সদস্য সেলিম নবী, পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ছনহরা ইউপির সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, ভাটিখাইন ইউপির সাবেক চেয়াম্যান মাহাবুর রহমান, পটিয়া উপজেলা আ’লীগ নেতা আশিষ তালুকদার, প্রাক্তন ছাত্রনেতা মাঈনুদ্দিন চৌধুরী, জেলা ছাত্রলীগের প্রাক্তন যুগ্ম আহবায়ক মুহিউদ্দিন মহি, নাজিম উদ্দিন, পটিয়া উপজেলা যুবলীগ নেতা শামশেদ হিরু, পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মোহাম্মদ শাহ আলম, ইউপি মেম্বার মোঃ নজরুল, তড়িৎ চৌধুরী, রুহুল আমিন মেম্বার, নুরন্নাহার বেগম, নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল কাদের, মো. আরমান, ওয়াসিব সাকিব, ফাহিম সুফিয়ান, ইফতি প্রমুখ। পরিদর্শনকালে বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, প্রতি বছর পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে পটিয়ার শ্রীমাই খালের দুই পাশের হাজার হাজার কৃষকের ফসলি জমি ভেঙে ব্যাপক ক্ষতি হয়ে থাকে। চলতি মওসুমে দুই দফায় পাহাড়ি ঢল ও বর্ষণে বেড়িবাঁধ ভেঙে কৃষকের ক্ষতি হয়েছে। ভাটিখাইন এলাকায় আরো কয়েকটি স্পটে ভেঙে যাওয়ার প্রক্রমন হয়েছে। অবিলম্বে মেরামত করা না গেলে বেড়িবাঁধ ভেঙে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছিরের ব্যক্তিগত তহবিল থেকে বেড়িবাঁধ রক্ষনাবেক্ষনের জন্য নগদ অর্থ প্রদান করেন। এর আগে দুপুরে শোভনদন্ডী ইউনিয়নের হাতিয়ার ঘোনা-হিলচিয়া কাজী জামে মসজিদের উন্নয়নের জন্য এক লাখ টাকা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Reply