১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:০৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

শাহ আমানত হজ্ব কাফেলার প্রশিক্ষণ কর্মশালা

     

আর্থিক ধকল থেকে হজ্বযাত্রীদের বাঁচাতে সকল
এয়ারলাইন্সকে হজ্বযাত্রী পরিবহনের সুযোগ দেওয়ার আহ্বান

শাহ আমানত হজ্ব কাফেলার ব্যবস্থাপনায় এবছর সহস্রাধিক হজ্ব গমনেচ্ছুদের জন্য হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ গত ৩০ জুন শনিবার সকাল ১০ টা থেকে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্সের নিচ তলায় অনুষ্ঠিত হয়। শাহ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হুজ্জাজ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন এতে সভাপতিত্ব করেন। হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশে বক্তারা বলেন, আর্থিক ব্যয়সাপেক্ষ ও শারীরিক কষ্টসাধ্য ইসলামের ফরজ বিধান হলো পবিত্র হজ্ব। আল্লাহর মেহমান এই হাজীদের জন্য উপমহাদেশসহ বিভিন্ন দেশ বিশেষ ব্যবস্থা নিয়ে থাকে। হজ্বযাত্রীদের জন্য বহু দেশ ভর্তুকি দেয় ও বিমান ভাড়ায় ছাড় দেয়। অথচ ব্যতিক্রম শুধু বাংলাদেশ। বক্তারা বলেন, বর্তমানে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো এয়ারলাইন্স হাজী পরিবহনের সুযোগ না পাওয়ায় মনোপলি সিস্টেমের কারণে তিন গুণ বেশি বিমান ভাড়া গুনতে হচ্ছে হাজীদের। আর্থিক ধকল থেকে হজ্বযাত্রীদের বাঁচাতে সকল এয়ারলাইন্সকে হজ্বযাত্রী পরিবহনের সুযোগ দেওয়ার আহ্বান জানান বক্তারা। বক্তারা বলেন, ওপেন স্কাই তথা আকাশ খুলে দিতে হবে। সকল এয়ারলাইন্স হাজী পরিবহনের সুযোগ পেলে বিরাট আর্থিক ধকল থেকে হজ্বযাত্রীরা রেহাই পেতো বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। বক্তারা হাজীদের সেবায় শাহ আমানত হজ্ব কাফেলার নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং কম টাকায় হজ্ব করার ফাঁদে পা না দিতে হাজীদের সচেতনতা কামনা করেন। কর্মশালা ও হাজী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিএমএ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা.শেখ শফিউল আজম। উদ্বোধক ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান। প্রধান অতিথি ডা.শেখ শফিউল আজম বলেন, বর্তমান সরকার হাজীদের সেবায় নানা উদ্যোগ নিচ্ছে। আগের চেয়ে অনেক সহজে হজ্ব পালনের সুযোগ পাচ্ছেন হাজীরা। এবারের পবিত্র হজ্ব গরম মৌসুমে হবে বিধায় হজ্বকালীন সময়ে হাজীদের স্বাস্থ্য সচেতনতা, শৃংখলা ও নিয়মানুবর্তিতা মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। শাহ আমানত হজ্ব কাফেলা মানসম্মত প্রত্যাশিত সুযোগ নিশ্চিত করায় হাজীদের আস্থা ও ভালোবাসার ঠিকানা হয়ে উঠেছে বলে তিনি মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন বলেন, হাজীরা আল্লাহ পাকের মেহমান। তাই তাদেরকে বিশেষ সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে। নিছক ব্যবসা নয়, হাজীরা কতটুকু সেবা পাচ্ছেন সেদিকেও বিশেষ নজর রাখা চাই। দুই দশক ধরে শাহ আমানত হজ্ব কাফেলা হাজীদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি হাজীদের সেবায় নেয়া নানা উদ্যোগের কথা জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাফেলার পরিচালক আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন। হজ্বের সামগ্রিক বিষয়ে তথ্য ও দিক নিদের্শনা প্রদান করেন কাফেলার পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নঈম উদ্দীন জহুর। এতে বিশেষ অতিথি ছিলেন জমিয়তুল ফালাহর খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মুহাম্মদ আলাউদ্দিন, শিল্পপতি মুহাম্মদ মনজুর আলম ও সমাজসেবী আলহাজ্ব এম এ কুদ্দুস। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.এ.এস.এম বোরহান উদ্দিন। অনুষ্ঠানে শাহ আমানত হাজী স্মারক ২০১৮ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এর আগে সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। পুরুষ ও মহিলা হজ্বযাত্রীদেরকে আলাদা ব্যবস্থাপনায় বড় প্রজেক্টরের মাধ্যমে হজ্বকালীন করণীয় নিয়ে কাফেলার মুয়াল্লেমদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন মাওলানা আব্দুল হাসান মুহাম্মদ ওমায়ের রজভি, আলহাজ্ব এটিএম শাহজালাল, মাওলানা হাফেজ শিব্বির আহমদ ওসমানি, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আমিরী, মাওলানা সেকান্দর হোসাইন আল কাদেরী, মাওলানা সৈয়দ ইকবাল হোসেন আলকাদেরী, মাওলানা হাফেজ মুহাম্মদ আলী, মাওলানা আলী শাহ নেছারী, মাওলানা আবদুস সোবহান ভুইয়া, মাওলানা মুহাম্মদ ইউনুস, মাওলানা নূর মোহাম্মদ আল কাদেরী, মাওলানা লিয়াকত আলী নোমানী, আলহাজ্ব ইমাম হোসেন, মাওলানা মুহাম্মদ শাহ আলম, ডা.মুজিবুল হক. ডাঃ আব্দুল করিম, মাওলানা মুখতার আহমদ রিজভি, মাওলানা সালাহউদ্দিন বেলাল, মাওলানা তারেক আবেদীন, মাওলানা ইমদাদুল ইসলাম, শায়ের মুহাম্মদ এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এডিএম আরুছর রহমান ও মুহাম্মদ আবদুল মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ ইমাম হোসেন, মাওলানা মাহবুবুর রহমান কাদেরী, মাওলানা হাফেজ খাইরুল আনোয়ার, মাওলানা হাফেজ মুহাম্মদ শাহজাহান, মাওলানা সিরাজুল মোস্তফা, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা সোহাইল উদ্দিন আনসারি, মুহাম্মদ নুরুল আজিম, মাঈন উদ্দিন মজুমদার, এস এম মনছুর আলম, এস এম আলী ওমর ফারভেজ, ফারুক বাহাদুর, জাহাঙ্গীর আলম, মুহাম্মদ রেজাউল করিম, আবুল হাশেম খোকন, নজরুল ইসলাম প্রমুখ।
সালাত সালাম শেষে হাজীদের কল্যাণ, দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সেকান্দর হোসেন আল কাদেরী।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply