১৮ এপ্রিল ২০২৪ / ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৩৪/ বৃহস্পতিবার
এপ্রিল ১৮, ২০২৪ ৯:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম শহীদ মিনারে সাংবাদিক-জনতার সমাবেশ কাল

     

ভুল চিকিৎসায় রাইফা হত্যাকারী
ডাক্তারদের বিচারসহ তিন দফা দাবি

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসা ও চিকিৎসকের অবহেলায় সমকালের সাংবাদিক রুবেল খানের আড়াই বছরের শিশু রাইফা খানকে হত্যার বিচার দাবিতে তিন দফা দাবি জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের সাংবাদিক সমাজ। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সাংবাদিক-জনতার বিক্ষোভ সমাবেশে এই দাবি জানায় সাংবাদিক নেতারা। দাবিগুলো হলো-
১. শিশু রাইফা হত্যার সাথে জড়িত অবৈধ ও অনুমোদনহীন ম্যাক্স হাসপাতাল বন্ধ করতে হবে।
২. রাইফাকে ভুল চিকিৎসাকারী ও অবহেলার জন্য দায়ী চিকিৎসকদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দিতে হবে এবং
৩. খুনিদের পক্ষ নিয়ে থানায় গিয়ে ওসি ও সাংবাদিকদের হুমকি-ধমকি দেওয়া, কথায় কথায় সাধারণ রোগীদের জিম্মিকারী কথাকথিত ডা. ফয়সাল ইকবালের সনদ বাতিল ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সহ-সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, সমকালের ব্যুরো প্রধান সারোয়ার সুমন, সাংবাদিক মোস্তফা ইউসুফ প্রমুখ।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শওকত বাঙালী, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচিব এইচএম মুজিবুল হক শুক্কুর, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী মহিলা মুক্তিযোদ্ধা স্বপ্না দত্ত, গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক সাংস্কৃতিক সংগঠক সাইফুল আলম বাবু, সমকাল সুহ্রদ সমাবেশের চট্টগ্রাম সভাপতি, সাংস্কৃতিক কর্মী রাশেদ হাসান, গণ আজাদী লীগের চট্টগ্রাম আহবায়ক মাওলানা নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুর, চট্টগ্রাম ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস ছাত্রলীগ নেতা আরশাদুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আবুল হোসেন আবুসহ চট্টগ্রামের বিভিল্পু রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই সমাবেশে সংহতি জানান।
সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস জানান, আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম শহীদ মিনারে রাইফা হত্যার বিচারসহ তিন দফা দাবিতে সাংবাদিক-জনতার সমাবেশের কর্মসুচি ঘোষণা করা হয়েছে। রাইফা হত্যার বিচার ও ম্যাক্স হাসপাতাল বন্ধ না হওয়া পর্যন্ত চট্টগ্রামের সাংবাদিক সমাজ ঘরে ফিরে যাবে। চট্টগ্রামে এক কোটি সাধারণ মানুষকে জিম্মি করা ডাক্তার নামের মাস্তান ফয়সাল ইকবালের হাত থেকে চিকিৎসা খাতকে রক্ষায় শহীদ মিনারের সমাবেশে সাধারণ মানুষকে হাজির হওয়ার আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply