২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৪৩/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

পেনাল্টির গোলে টিকে রইল অস্ট্রেলিয়া

     

জমজমাট লড়াই হলেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে ডেনমার্ক ও অস্ট্রেলিয়া। ম্যাচের ৭ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের গোলে এগিয়ে যায় ডেনিশরা। এর পর ৩৮ মিনিটে পেনাল্টি পেয়ে ম্যাচে সমতা ফেরান অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইল জেডিনাক। আজ হেরে গেলেই বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যেতো অস্ট্রেলিয়ার।এদিন শুরুতেই বড় ধাক্কা খেয়ে বসে অস্ট্রেলিয়া। ডি বক্সের ভেতরে চতুরতার সঙ্গে আলতো ছোঁয়ায় সতীর্থ এরিকসনকে বল দিয়ে দেন নিকোলাই জারগেনসন। বক্সের মাঝে দাঁড়িয়ে থাকা এরিকসন বাঁ পায়ের জোড়ালো শটে করেন দুর্দান্ত এক গোল, অস্ট্রেলিয়া গোলরক্ষক ম্যাথু রায়ান কোনো সুযোগই পাননি (১-০)। ডেনমার্কের হয়ে গত ১৫ ম্যাচে এটি ১৩তম গোল টটেনহাম মিডফিল্ডারের। এর বাইরে আছে ৫টি অ্যাসিস্টও। প্রধমার্ধ শেষ হওয়ার আগেই পেনাল্টিতে গোল পেয়ে যায় সকারুরা।

ম্যাচের ৬ মিনিটের মাথায় ডি বক্সের ভেতর নিকোলাই জারগেনসের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরলো শটে গোল করেন এরিকসন। ডেনমার্কের হয়ে গত ১৫ ম্যাচে ১৩তম গোল করেন টটেনহ্যামের এ মিডফিল্ডার।ম্যাচের ২২ মিনিটে ডেনমার্কের পিয়েনো সিস্তোর বক্সের একটু বাইর থেকে শট নিলে তা আটকে দেন রায়ান। ঠিক এক মিনিট পর গোলের সুযোগ পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু টম রজিকের শট গোলবারের ডানপাশ দিয়ে বেরিয়ে যায়। ৩৬ মিনিটে মার্ক মিলিগানের হেড বক্সের মধ্যে ইউসুফ ইউরারির হাতে লেগে গেল হলুদ কার্ড দিয়ে ইউরারিকে মাঠ ছাড়া করেন রেফারি। পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক জেডিনেক গোল করে দলকে সমতায় ফেরান।দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে বল নিয়ে অস্ট্রেলিয়ার বক্সে ঢুকে গিয়েও তা গোলে পরিণত করতে পারেননি ইউসুফ। ৬৭ মিনিটে গোলের সুযোগ পেয়েও তা হাত ছাড়া করে অস্ট্রেলিয়া।৭০ মিনিটে ফের সুযোগ পায় অস্ট্রেলিয়া। অ্যারন ময়ের জোরালো শট নিলেও তা গোলবারের ঠিক পাশ দিয়ে বাইরে চলে যায়।দুই মিনিট ব্যবধানে একই ধরনের সুযোগ পায় ডেনমার্ক। কিন্তু সিস্তোর শট জাল এড়িয়ে মাঠের বাইরে চলে যায়। ৮৮ মিনিটে বক্সের ডানপাশ থেকে ড্যানিয়েল আরজানির শট রুখে দেন ডেনমার্কের গোলকিপার স্মেইচেল।এভাবেই চলে দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণ। আসাধারণ খেলেও জয়ের দেখা পায়নি কোন দল। ড্রয়ে মীমাংসা হয় অস্ট্রেলিয়া-ডেনমার্কের খেলা।এর আগে নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ডেনমার্ক।এবিনিউজ থেকে

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply