১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:১৬/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১২:১৬ অপরাহ্ণ

জাতীয় অধ্যাপক হলেন ৩ জন

     

রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত ‘জাতীয় অধ্যাপক’ হলেন তিন বিশিষ্ট অধ্যাপক। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বাংলা অধ্যয়ন কেন্দ্রের এমেরিটাস অধ্যাপক ও উপদেষ্টা ড. রফিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)এমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

নির্বাচিত এ শিক্ষাবিদদের প্রধানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতি তাদের জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিলেন।আজ(মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগপ্রাপ্ত জাতীয় অধ্যাপকরা সিদ্ধান্তমালা-১৯৮১ অনুযায়ী নিযুক্ত পদের দায়িত্ব পালন করবেন এবং সম্মানী ও অন্যান্য সুবিধা পাবেন।এর আগে গত ৩ জুন সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অধ্যাপক নির্বাচনী কমিটির সভায় অধ্যাপক পদে নিয়োগ দিতে এ তিনজনের নাম সুপারিশ করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply