২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:১৬/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ৮:১৬ পূর্বাহ্ণ

পটিয়ায় ক্ষতিগ্রস্থদের মধ্যে নাছিরের অনুদান

     

পাহাড়ি ঢল ও বন্যায় পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্থ ৭ পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি বিতরণ করেছেন বিজিএমইএ সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ নাছির। মঙ্গলবার (১৯ জুন) বিকেলে বন্যায় ক্ষতিগ্রস্থ মোঃ জসিম, সামশুল আলম, ছকিনা বেগম, ছেনুয়ারা বেগম, ওবাইদুল হক, রহিমা বেগম ও বুলু আকতারকে অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক একেএম আবদুল মতিন চৌধুরী, জেলা আ’লীগের সদস্য সেলিম নবী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির, আ’লীগ নেতা আশীষ তালুকদার, উপজেলা যুবলীগ নেতা শামশেদ হিরু, ছনহরা ইউনিয়ন পরিষদের মেম্বার গিয়াস উদ্দিন, ছনহরা ইউনিয়ন আ’লীগের প্রচার সম্পাদক কাজী মামুন, ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক পেয়ার মোহাম্মদ সিকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল কাদের, আবদুর রহিম চৌধুরী, ছাত্রলীগ নেতা মো. আরমান, ফাহিম সুফিয়ান, ইউনিয়ন আ’লীগ নেতা নুরুল আমিন, আমির হামজা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, সহ-সভাপতি আসিফ, ইউনিয়ন ছাত্রনেতা হাশেম, কামাল, মোরশেদ, আবু তাহের, শাকিল, জালাল, সাইফু, সোহেল, অসীম, শয়ন, জসিম প্রমুুখ।
বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, শ্রীমাই খালের আশপাশ থেকে বালু ও মাটি লুট করার কারণে মূলত শ্রীমাই খালের বেড়িবাঁধ ভেঙে ছনহরা গ্রামে চলতি মওসুমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত মানুষের পাশে সব সময় থাকেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেন। পটিয়ায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে সকলের প্রতি আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply