১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:২২/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ

আহমদিয়া মুসলিম জামাতে বিনামূল্যে খাবার বিতরণ

     

প্রতিটি উৎসব আমাদেরকে একতা, ঐক্য, বড় ও মহৎ হতে শেখায়। ঈদের আনন্দে দল-মত-ধর্ম নির্বিশেষে সব শ্রেণির মানুষের সাথে ভাগ করার মাঝেই সর্বাঙ্গীণ কল্যাণ। ঐক্য এবং ভ্রাতৃত্বের মেল বন্ধন রচিত হোক এই প্রেরণাকে ধারণ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিনামূল্যে মিষ্টি মুখের আয়োজন করা হয়।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর ঢাকার বকশীবাজারস্থ এলাকায় পথচারীদের জন্য বিনামূল্যে বিভিন্ন খাবার উন্মুক্ত করে দেয়া হয়। খাবারের মাঝে ছিল শেমাই, পায়েশ, চটপটি, চা, পাউরুটি এবং মুড়ি। সকাল ১০টা থেকে টানা বিকাল ৩টা পর্যন্ত এ খাবার বিতরণ করা হয়। কয়েক হাজার পথচারী এবং গরীব অসহায় মানুষ এ খাবার খেতে পেয়ে আনন্দ প্রকাশ করেন।
আহমদিয়া মুসলিম জামাত মানবতার সেবায় বিভিন্ন দেশে সেবা প্রদান করে আসছে। আন্তর্জাতিক হিউম্যানিটি ফার্স্ট সংগঠনের মাধ্যমেও তারা বিভিন্ন স্থানে পিপাসার্ত লোকদের স্বচ্ছ পানি সরবারাহ আবার কোথাও অন্ধ লোকদের দৃষ্টিশক্তি উপহার দিচ্ছে। গৃহহীনদের ঘর বানিয়ে দিচ্ছে এবং ঘরে ঘরে গিয়ে অভুক্ত লোকদের খাবার এবং শিশুদের শিশু খাদ্য সরবারাহ করছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply