২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:১২/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:১২ পূর্বাহ্ণ

২৫ এপ্রিল চট্টগ্রামের ঐতিহাসিক আবদুল জব্বারের বলী খেলা

     

গত ১৪ এপ্রিল ২০১৭ শুক্রবার সন্ধ্যা ৭ টায় আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে বদরপাতি জব্বার হাউস কার্যালয়ে আয়োজক উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ১২ বৈশাখ ২৫ এপ্রিল মঙ্গলবার চট্টগ্রামের ঐতিহাসিক আবদুল জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হবে। মাননীয়  পুলিশ কমিশনার ইকবাল বাহার এই প্রতিযোগিতা উদ্ভোধন করবেন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদলের পরিচালনার চট্টগ্রামের ঐতিহাসিক ১০৯তম বলী খেলা ও বৈশাখী মেলা সফল ও সার্থক করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন, কাউন্সিলর মোঃ ইসমাইল বালী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক কাউন্সিলর আবদুল মালেক, সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন,আক্তার আনোয়ার চঞ্চল, নুর মোহাম্মদ লেদু, আওয়ামী লীগ নেতা আবুল মনসুর, মোহাম্মদ ইব্রাহিম, দিদারুল আলম, মোহাং ইছমাইল, মোহাম্মদ মুরাদ খাঁন ও মোহাম্মদ আজাদ। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা প্রচলন করেন। বর্তমানে এই অনুষ্ঠান পরিধি ও জনপ্রিয়তা ব্যাপক।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply