২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৮:৩১/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৮:৩১ অপরাহ্ণ

২০ ওভারের খেলায় বাংলাদেশ দলের উন্নতি চাই

     

 

আজহার মাহমুদ

বাংলাদেশের মানুষের হৃদয়ে অন্যতম একটি খেলা হচ্ছে ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট দলের অসাধরণ কিছু খেলার মাধ্যমে এই স্থানটি বাঙ্গালীর হৃদয়ে স্থান করে নিয়েছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন অন্যতম একটি দেশ। বিশ্বের সকল দল এখন বাংলাদেশের সাথে খেলতে ভেবে চিন্তে খেলে। কারণ বাংলাদেশের খেলার মান বর্তমানে অনেক অনেক গুন বেড়েছে। ২০১৫ সাল থেকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ক্রিকেটের যে উন্নতি হয়েছে তা ছিলো অবিস্মরনীয়। তবে এই সেরা সময় থেকে হঠৎ করে ছন্দপতন করেছে বাংলাদেশ দল। বিশেষ করে ২০ ওভারের খেলায় বাংলাদেশ দল অনেক দুর্বল।সর্বশেষ আমরা যদি তাকায় তাহলে সম্প্রতি আফগানিস্তানের মতো নতুন একটি দলের সাথে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হওয়ার ম্যাচের দিকেই তাকাতে হবে। এই ফ্যারমেটে সবশেষ নিদাহাস ট্রফিতে ২ ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর আগে আমরা যদি পরিসংখ্যানে দেখি এই বছরের শুরুতেবাংলাদেশে সফর করে শ্রিলংকা দল। সেখান থেকে সর্বশেষ আফগান সিরিজ পর্যন্ত ১০টি ২০ ওভারের ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ১০টির মধ্যে ২টি ছাড়া বাকি ৮টিতেই হেরেছে বাংলাদেশ।সেই তুলনায় আমার মতে ওডিআই এবং টেস্ট অনেকটাই ভালো পর্যায়ে রয়েছে। যদিও অন্যান্য দলের চাইতে পয়েন্ট তালিকায় নিচে রয়েছে তবুও একদম ছেড়ে দিয়ে খেলেনা বাংলাদেশ। কিন্তু ২০ ওভারের খেলায় আসলে বাংলাদেশ যেনো ছন্দ হারিয়ে ফেলে। ‍এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে কোনো টিটুয়েন্টি স্পেশালিস্ট নেই। প্রতিটা দেশেই টিটুয়েন্টি খেলার জন্য কয়েকটা ভালো মানের খোলোয়াড় রয়েছে, কিন্তু বাংলাদেশে সেরকম খেলোয়াড় নেই বললেই চলে। তাই এই ফ্যরমেটের জন্য বাংলাদেশের কিছু ভালো খেলোয়াড় তৈরী করা অত্যান্ত জরুরী।প্রতিটা দেশেই টিটুয়েন্টি খেলার জন্য ভালো কিছু খেলোয়াড় তৈরীর উদ্দেশ্যে বিভিন্ন ফ্রানসাইজি ভিত্তিক দলের মাধ্যমে লিগ খেলানো হয়। যেমন বিপিএল, আইপিএল, সিপিএল, বিগব্যাশ, পিএসএল, কাউন্টি সহ আরো অনেক লিগ রয়েছে। এছাড়াও প্রতিটা দেশে আরো কিছু ঘরোয়া লিগের মাধ্যমে তাদের দেশের খেলোয়াড়দের প্রতিভা বের করে জাতীয় দলে দরজায় আনা হয়।কিন্তু সেই তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। বাংলাদেশে বিপিএল হলেও সেখানে দেশী খেলোয়াড়দের তেমন পাত্তাই দেওয়া হয় না। গতবারের বিপিএলে ৫ জন বিদেশী খেলোয়াড়ও খেলিয়েছে তারা। এভাবে হলেতো দেশের খেলোয়াড়দের প্রতিভা দেখার মতো সুযোগ তৈরী হবে না। ৮ দলে ৮ জন দেশী খেলোয়াড় খেলতে পারলে হয়তো আরো একজন ভালো মানের খেলোয়াড় আমাদের চোখে পড়তো। বর্তমানে ক্রিকেট অঙ্গনে সবচেয়ে বেশী সাড়া ফেলেছে টিটুয়েন্ট খেলা অর্থাৎ ২০ ওভারের খেলা। তাই বাংলাদেশকেও সবার সাথে তাল মিলিয়ে এই খেলায় বাঘের মতো উপরে উঠতে হবে। কিন্তু বাংলাদেশের এই ফ্যরমেটের খেলা গুলো দেখলে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই পারেনা বাঙ্গালী সমর্থকরা। তাই এই ফ্যরমেটের জন্যভালো মানের খেলোয়াড় তৈরী করাটাই মূল কাজ বলে আমি মনে করি।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply