২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:২৪/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

কালুশাহ নগর ছড়া ভরাট করে জায়গা দখল

     

সীতাকুণ্ড সলিমপুরে শত বছরের সরকারি চাইতেতলা খাল ভরা করে জায়গা দখল করে নিচ্ছে তাওসীফ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। এই ছড়াটি দিয়ে বৃষ্টি পানি চলাচল করলে ভরাট করায় এলাকাবাসী ভোগান্তিতে পড়ে। এই ছড়াটি ভরাট করে তারা এক্সক্যাভেটর ব্যবসা পরিচালনা করবে বলে জানা যায়। প্রতিষ্ঠানের এক মালিক দাবি করে এই ছড়া ভরাট করা হচ্ছেনা বরং তাদের জায়গা তারা দখল করছে। তারা জানান, কিছু জনপ্রতিনিধি ও সন্ত্রাসী মহল চাঁদা দাবি করছে বলে তারা তা না দেওয়ায় তাদের সাথে ষড়যন্ত্র করছে। সলিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাকিম আরজু জানান,শত বছরের এই পুরনো ছড়াটি। এই ছড়াটি ভরা করে প্রতিষ্ঠানটি ব্যবসার উদ্দেশ্যে জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে । পরিষদের পক্ষ থেকে নিষেধ করলেও তারা তা শুনেননি। তিনি উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলামকে বিষয়টি অবহিত করেছেন। এসিল্যাণ্ড কামরুজ্জামান বলেন, রোরবার ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নিবেন।
শেয়ার করুনঃ

Leave a Reply