১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:৪৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৫:৪৭ পূর্বাহ্ণ

লামায় বিদ্যুৎ বির্পযয় অতিষ্ট জনজীবন

     

মো.কামরুজ্জামান, লামা
লামায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। এক মূহুর্তে কয়েকবার বিদ্যুতের অফ-অন হওয়ার বিষয়টি সর্বকালের রেকর্ড ব্রেক করছে। যে কতক্ষণ বিদ্যুৎ থাকে তাও একেবারে কম ভোল্টেজ; বাসা-বাড়ির পাখা-ফ্রিজ অন হচ্ছে না, এমন কি মোবাইল পর্যন্ত চার্জ নিচ্ছে না। পৌরসভার পানির মোটর চালাতে না পারায় পানি সরবরাহ কার্যক্রমে ব্যাঘাত হচ্ছে। ফলে একদিকে বিদ্যুৎ বিভ্রাট অন্যদিকে পানির হাহাকার দেখা দিয়েছে পৌর শহরে। গত এক সাপ্তাহ ধরে পানি-বিদ্যুৎ; দু’টারই চরম সংকটে পতিত হয়েছে পৌরবাসি, বিশেষ করে পানি সংকটাপন্ন ৭ নং ওয়ার্ডে করুণ অবস্থা বিরাজ করছে। তীব্র গরমে পানি-বিদ্যুতের সংকটে রোজাদারদের ত্রাহি অবস্থা বিরাজ করছে। প্রচন্ড গরমে শিশু ও বৃদ্ধরা নানান ব্যাধিতে আক্রান্ত হয়ে নির্ঘুম রজণী কাটাচ্ছে। বিদ্যুতের ভোল্টেজ কম হওয়ায় বাড়ি-ঘর, দোকান পাটের মুল্যবান ইলেক্ট্রিক সামগ্রী নষ্ট হয়ে যাচ্ছে।
বিদ্যুৎ বিপর্যয়ের বিষয়ে লামা আবাসিক প্রকৌশলীর সাথে কয়েক দফা ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন কল রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের অভিযোগ, লামার জন্য বরাদ্দ বিদ্যুৎ চকরিয়া বা অন্য এলাকায় বিতরণ করে দেয়ায়; মূলত লামা-আলীকদমে স্বরণকালের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এদিকে বিদ্যুৎ সংকটে পতিত এলাকাবাসী ফুসে উঠছে বিদ্যুৎ সংশ্লিস্টদের বিরুদ্ধে। অপরদিকে ভাবমুর্তি ক্ষন্ন হচ্ছে সরকারের বিদ্যুৎ সেবা কার্যক্রমের। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আনার দাবী উঠেছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply