২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:৫২/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

আইফোনের সাহায্যে খুলবে ঘর ও গাড়ির দরজা!

     

মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের পরবর্তী সংস্করণে ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) চিপ প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে বলে জানা গেছে। আর আইফোনে এমন প্রযুক্তির ব্যবহারের ফলে ঘর ও গাড়ির দরজা খোলা যাবে অনায়াসেই। বলতে পারেন ঘরের ও গাড়ির দরজা খোলার জন্য নির্দিষ্ট চাবি খোঁজার দিন শেষ। আপনার হাতের মুঠোয় থাকা আইফোনের বাটন চেপেই প্রবেশ করতে পারবেন ঘর ও গাড়িতে।

বর্তমানে আইফোন ৬ থেকে পরবর্তী সব মডেলের হ্যান্ডসেটে এনএফসি চিপ রয়েছে, যার সাহায্যে শপিং মলে থাকা ক্রেডিট কার্ড রিডারের সামনে আইফোন ধরলেই অর্থ পরিশোধ করা যায়। এবার চিপটির কাজের পরিধি আরো বৃদ্ধি করছে অ্যাপল। ফিচারটি চালু হলে দরজার নির্দিষ্ট স্থানে আইফোনটি প্রদর্শন করলেই ঘরের ও গাড়ির দরজা খুলে যাবে। একইভাবে কার্ডের বদলে হোটেলের নির্দিষ্ট দরজাও খোলা যাবে আইফোনের সাহায্যে। এরই মধ্যে নিজেদের কার্যালয়ে আইফোনের সাহায্যে দরজা খোলার প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে জানিয়েছে কিছু অ্যাপলকর্মী। সব কিছু ঠিক থাকলে ৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে অ্যাপল।

শেয়ার করুনঃ

Leave a Reply