২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

হাইকোর্টে ১৮ অতিরিক্ত বিচারপতি নিয়োগ শপথ আজ বিকালে

     

হাইকোর্টে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি দুই বছরের জন্য তাদেরকে নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৬ জন জেলা জজ রয়েছেন। বাকিরা সুপ্রিম কোর্টের আইনজীবী। গতকাল বিচারক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন—ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য ও সাবেক জেলা জজ মো. আবু আহমদ জমাদার, পিআরএল ভোগরত আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (জেলা জজ) মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হাসান মোল্লা, ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকা বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, অ্যাডভোকেট এস. এম আব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মহিউদ্দিন শামীম, অ্যাডভোকেট মো. রিয়াজ উদ্দিন খান, অ্যাডভোকেট মো. খায়রুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম মনিরুজ্জামান, অ্যাডভোকেট আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও অ্যাডভোকেট ড. কে. এম হাফিজুল আলম।
আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন বিচারকদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।সৌজন্য ইত্তেফাক

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply