২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৩৩/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৩:৩৩ অপরাহ্ণ

দিরাই উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

     

সুনামগঞ্জ থেকে আল-হেলাল 

সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ২ কোটি ৩৯ লাখ ৩৫ হাজার ৬১৩ টাকার বাজেট ঘোষণা করেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী,ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী,রতন কুমার দাস,রেজুয়ান খান,শাহজাহান কাজী,সৌম্য চৌধুরী,আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। বাজেট বক্তৃতায় হাফিজুর রহমান তালুকদার বলেন,আমরা হাওর পাড়ের শিক্ষা, কৃষি,যোগাযোগের উপর বিশেষ গুরুত্ব দিয়েছি, আমি চেয়ারম্যান হওয়ার পর থেকেই হাওর পাড়ের শিক্ষা, যোগাযোগসহ সকল ক্ষেত্রে ব্যাপক কাজ করেছি,একটি আধুনিক উপজেলা পরিষদ গঠনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতায় আমরা উপজেলার সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ করতে পেরেছি,তিনি বলেন যতদিন বেঁচে থাকবো দিরাই বাসীর উন্নয়নে কাজ করে যাব।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply