২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:৫৩/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ণ

কুতুব শরীফ দরবার পরিচালনা কমিটির সহ সভাপতি এ কে এম জাফর উল্লাহ’র ইন্তেকাল

     

উপ-মহাদেশের মহান সাধক, সম্রাট আউলিয়া, গাউছে মুখতার, হজরতুল আল্লামা শাহ্ আবদুল মালেক আল কুতুবী (রঃ)’র একনিষ্ট ভক্ত কুতুব শরীফ দরবার এন্তেজামিয়া কমিটির সহ-সভাপতি আলহাজ¦ এ কে এম জাফর উল্লাহ আজ  ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার এ্যপোলো হাসপাতালে ফুসফুসজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, ভাই-বোন সহ অগণিত শুভানুধ্যায়ী ও গুনাগ্রহী রেখে গেছেন। আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রামের খুলসীস্থ জাফর গার্ডেনে তাঁর প্রথম নামাজে জানাযা, বাদে জুমা হযরত শাহ্ আমানত (রঃ)’র মাজার প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় নামাজে জানাযা এবং বাদে আছর সাতকানিয়াস্থ সোনাকানিয়া ইউনিয়নের নিজ বাড়িতে তৃতীয় নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে পাঞ্জাগানা ও রওজা শরীফ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবীদ সাবেক সিটি মেয়র আলহাজ¦ মাহমুদুল ইসলাম চৌধুরী ও কুতুব শরীফ দরবার পরিচালনা কমিটির সহ-সাধারন সম্পাদক, পাঞ্জাগানা ও রওজা শরীফ বাস্তবায়ন কমিটির যুগ্ন মহাসচিব মুজিবুল হক শুক্কুর গভীর শোক প্রকাশ করে এক যুক্ত বিবৃতিতে বলেন, মরহুম এ কে এম জাফর উল্লাহ সত্যিকার অর্থে একজন অলিভক্ত ও পূণ্যাত্মার অধিকারী ছিলেন। কুতুব শরীফ দরবারের সমস্ত কাজে তিনি হজরত বাবাজান কেবলার (রঃ)’র মর্জি মোতাবেক আঞ্জাম দিতে যথাসাধ্য চেষ্টা করে গেছেন। এই মূহুর্তে তাঁর চলে যাওয়া দরবারের কর্ম-আঞ্জামে এক নিবেদিত খাদেমের অনুপস্থিতি সকলকে শোকাবহ করে তুলবে নিঃসন্দেহে। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তাপ্রেরক

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply