২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / রাত ৯:৫৬/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ

চান্দগাঁওয়ে ওয়েল ফুডের নকল কারখানার সন্ধান

     

 

নগরীর চান্দগাঁওয়ে মিলেছে দেশের খ্যাতনামা বেকারি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েল ফুড’র নকল কারখানার সন্ধান। বৃহস্পতিবার বিকেলে চান্দগাঁও থানাধীন শমশের পাড়া এলাকার একটি ডেন্টাল হসপিটালের কেন্টিন থেকে নকল মোড়কের পণ্যসহ দুইজনকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ। আটককৃতরা হলো লোহাগাড়া থানাধীন আমিরাবাদ এলাকার আহমদ সরোয়ারের পুত্র মো. তৌহিদ (২৮) ও সাতকানিয়া থানাধীন উত্তর ঢেমশা এলাকার জাফর আহমদের পুত্র আসাদুল্লাহ। ঈদকে সামনে রেখে একটি চক্র দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানটির নকল মোড়ক ছাপিয়ে খাদ্যপণ্য প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছিল বলে অভিযোগ ওয়েল ফুড কর্তৃপক্ষের।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর চান্দগাঁওয়ের শমশের পাড়া এলাকায় একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরি করে ওয়েল ফুডের নকল মোড়ক দিয়ে প্যাকেটজাত করার গোপন সংবাদ পান ওয়েল ফুড’র কর্মকর্তারা। বিষয়টি তাৎক্ষনিত চান্দগাঁও থানাকে জানালে বৃহস্পতিবার বিকেলে শমশের পাড়া এলাকার ওই কারখানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ওয়েল ফুড’র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার জানান, নকল মোড়কসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Reply