২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৮:৩০/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৮:৩০ পূর্বাহ্ণ

পুতিন ও মোদি বৈঠক

     

 সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি প্রাধান্য পেয়েছে বলে সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের কৌশলগত অংশীদারিত্বের পুরো বিষয়টি নিয়ে তারা আলোচনা করেন।’

তিনি বলেন, ‘অর্থনৈতিক সহযোগিতার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। তারা এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্যে স্থিতিশীল প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন।’

রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, এই দুই নেতার মধ্যে অক্টোবর মাসের গোড়ার দিকে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সম্ভাব্য পদক্ষেপের ব্যপারেও আলোচনা হয়।

এ সময় বাণিজ্য অর্থনীতি ও বিনিয়োগ সহযোগিতার কৌশলগত বিষয়গুলোও উঠে আসে। এ ছাড়া আলোচনায় জ্বালানি খাতের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়। যদিও তারা উল্লেখ করেন যে, ২০১৭ সালে ভারতে তেল রফতানির পরিমাণ প্রায় ১০ গুণ বেড়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply