২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:৫১ পূর্বাহ্ণ

অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই

     

পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। মানবসম্পদ উন্নয়নের জন্য কারিগরি শিক্ষার ওপর বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গত ৯ বছরে দেশে কারিগরি শিক্ষার হার আগের চেয়ে উন্নীত হয়েছে। এ শিক্ষার প্রতি মানুষের যতেষ্ট আগ্রহ বেড়েছে। শনিবার সকাল ১১টায় পটিয়া মাইফুলা কবির কারিগরি স্কুলের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার প্রকাশিত ফলাফলের তথ্য পর্যাবেক্ষন ও স্কুল পরিদর্শনে গিয়ে এই কথা বলেন। এময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের সদস্য সচিব মোঃ আবু তাহের, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন, শিক্ষানুরাগী সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোস্তফা। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পটিয়া মাইফুলা কবির কারিগরি স্কুলের ১৫জন শিক্ষার্থী সুমি আকতার, শাহীন আকতার তুলি, সুইটি আকতার, রিমা আকতার, আমেনা খাতুন, রেশমি আকতার, জান্নাতুল নাঈমা, সুমনা আকতার, ডলি আকতার, পপি আকতার, উম্মে সুমাইয়া, সাদিয়া আকতার, সাবেকুনাহার, মোজাহিদুল ইসলাম সজীব, মোঃ ইয়াসিন সাব্বির শতভাগ সাফল্য অর্জন করেছে। পটিয়া পৌর সদরে ২০১৩ সালে প্রতিষ্ঠিত কারিগরি বিদ্যালয়ে ১৫জন শিক্ষার্থী ২০১৬ শিক্ষা বর্ষের ৯ম শ্রেণী (ভোকেশনাল) ও ২০১৭ শিক্ষাবর্ষের ১০ম শ্রেণীতে একইভাবে সাফল্য অর্জন করে। প্রতিটি সন্তানকে কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply