২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৩৮/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:৩৮ পূর্বাহ্ণ

গাজীপুরে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা

     

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক)
গাজীপুর শহরের জোড়পুকুর সড়কের সরকারি মহিলা কলেজের বিপরীতে অবস্থিত ভেজাল পণ্য বিক্রি করার দায়ে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৮ মে শুক্রবার জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ অভিযান পরিচালনা করেন।

জেলার প্রশাসন সূত্রে জানা গেছে, পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের ও প্যাকেজিং তারিখ না থাকা, আমদানিকৃত পণ্যের সাপ্লাইয়ার্স তথ্য না থাকা, বিএসটিআইয়ের অনুমোদনবিহীন পণ্য বিক্রি এবং পঁচা-কাঁচা তরকারি (মরিচ, পটল) বিক্রি করার দায়ে স্বপ্ন সুপার শপকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ফুটপাত দখল করে খোলা পরিবেশে ইফতারি বিক্রির অপরাধে একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জোড়পুকুরপাড় সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে আনসার ব্যাটালিয়ন সদস্য ও জেলা স্যানিটারি অফিসার সহায়তা করেন।

রমজান মাস জুড়ে প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে বলেও জানায় জেলার প্রশাসন।

এর আগে গত ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি এই সুপার শপে আমদানিকৃত চায়না চকলেটে জীবন্ত পোকা পাওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ম্যানেজারসহ দুজন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply