২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:৫৪/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৭:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অভিনব প্রতারণা

     

চট্টগ্রাম বিজ্ঞান কলেজে পাশের হার নিয়ে অভিনব প্রতারণামুলক প্রচারণা চালাচ্ছে। চট্টগ্রাম  বিজ্ঞান কলেজ বিভিন্ন ক্যাবল অপারেটর, বিলবোর্ড, লিপলেট ও ফেইসবুক বিজ্ঞাপনে তাদের পাশের হার দেখাচ্ছে ৯১ শতাংশ এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১৮তম ও বেসরকারিতে ১ম ।

কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তথ্যানুযায়ী ২০১৭ সালে চট্টগ্রাম বিজ্ঞান কলেজে পাশের হার ৭৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী সংখ্যা ৭১৮ জন। তার মধ্যে পাশ করেছে ৫৬৯ জন।  ফেল করেছে ১৪৯জন।জিপিএ ৫  পায়নি কেউ।

এরকম বিজ্ঞাপনের ব্যাপার (০১৮১৭২৯১৮৮৮ নাম্বার) ফোনে জানতে চাইলে তিনি বলেন, এটা শিক্ষা বোর্ডের ওয়েব সাইট এ ভুল দেয়া অাছে বলে লাইন কেটে দেন।

কিছুক্ষণ পর ০১৮১৫৯৪৯১৪২ নাম্বার থেকে কল করে নিউজ না করতে বলে। যদি নিউজ করি তাহলে সমস্যা হবে বলে লাইন কেটে দে।তারপর সে নাম্বারে কয়েকবার কল করলে তিনি কল রিসিভ না  করে বার বার লাইন কেটে দেন।

এ ব্যাপারে জানতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলামকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।ctgtimes24.com থেকে নেয়া

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply