১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৩:২৭/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের ঐক্যের বিকল্প নেই

     

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, জাতীয় নির্বাচন সন্নিকটে তাই ঐক্যের বিকল্প নেই। আসন্ন মাহে রমজানে প্রতিটি ওয়ার্ডে ইফতার মাহফিল ও কর্মী সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে দলকে সুসংগঠিত করতে হবে। জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়ী করতে ঐক্যের বিকল্প নেই। তিনি দলকে সুসংগঠিত করে দলীয় কার্যক্রমগুলো যথাযথ পালনের মধ্য দিয়ে সদস্য সংগ্রহ অভিযান অব্যাহত রাখার আহবান জানান। সে সাথে দলের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীকে জয়যুক্ত করার উপর গুরুত্বারোপ করেন।
১৩ মে রবিবার বিকালে নগরীর পুলিশ প্লাজা কনফারেন্স হলে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু’র সঞ্চালনায় আলোচনায় অংশনেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাশেম, রিহ্যাব নেতা আবদুল কৈয়ুম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, মাষ্টার এহসান ফারুক, এম কাইছার উদ্দীন চৌধুরী, মাহবুর রহমান চৌধুরী, এড নজরুল ইসলাম সেন্টু, নুরুল হক সওদাগর, বাবর আলী ইনু, শাখাওয়াত হোসেন শিবলী, হেলাল উদ্দীন চৌধুরী, আব্দুল্লাহ আল নোমান বেগ, সরিমন দাশ তপন, উৎপল রক্ষিত, জয় সান্তনিকাশ বড়–য়া, বেলাল হোসেন মিটু, নবাব আলী, মাহমুদল হক বাবুল, মো. মজিবুর রহমান, আফতাব মাহমুদ শিমুল, কাউন্সিলর হেলাল উদ্দীন চৌধুরী, জাবের হোসেন, জাকের হোসেন চৌধুরী, মো. শাহজাহান, মাহবুর রহমান বাবুল, আব্দুস শুক্কুর, আব্দুস সালাম, বশির উদ্দীন মুরাদ, কবির আহমদ সওদাগর, ফরিদুল ইসলাম চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, ইমরান খান বাহাদুর, বেলাল হোসেন মিন্টু প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply