২৮ মার্চ ২০২৪ / ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:২১/ বৃহস্পতিবার
মার্চ ২৮, ২০২৪ ৩:২১ অপরাহ্ণ

পদ্মাসেতুতে চতুর্থ স্পান, দৃশ্যমান ৬০০ মিটার

     

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৬০০ মিটার। আজ রবিবার সকাল সাড়ে সাতটার দিকে চতুর্থ স্প্যানটি বসানো হয়। এর আগের তিনটি স্পান বসানোর মধ্যদিয়ে ৪৫০ মিটার দৃশ্যমান হয়।
এর আগে শনিবার সকাল সাড়ে আটটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে পদ্মা সেতুর চতুর্থ স্প্যান ‘৭-ই’ নিয়ে যাওয়া হয়। ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি দুপুর সাড়ে ১২টায় জাজির প্রান্তের ৩৫ নম্বর খুঁটির সামনে রাখা হয়।
স্টিল স্ট্রাকচারের দ্বিতল পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। সেতুর ভিতর দিয়ে চলবে ট্রেন আর ওপরে হবে সড়কপথ। সেতু নির্মাণ শেষ হলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে সড়ক ও রেলপথে সরাসরি যুক্ত হবে রাজধানী।
২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর বসে প্রথম স্প্যানটি। এরপর ২০১৮ সালের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর ১১ মার্চ বসে তৃতীয় স্প্যানটি।
শেয়ার করুনঃ

Leave a Reply