২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৩:৩২/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৩:৩২ অপরাহ্ণ

অর্থের লোভে ভুল রিপোর্ট দিল ডাবলমুরিং থানার এস আই

     

 

বাংলাপোস্টবিডি রিপোর্ট: অর্থের লোভে ভ’ল রিপোর্ট দিল চট্টগ্রাম মেট্রাপলিটন পুলিশ (সিএমপির) ডাবলমুরিং থানার এস আই মো: ছিদ্দিকুর রহমান । বিপি নং (৬২৮১১৪৩৫৮২)। ডাবলমুরিং থানা ও আদালত থেকে প্রাপ্ত সূত্রে জানা যায়, বিগত ২৬ নভেম্বর’১৬ সরকারী শিক্ষক প্রশিক্ষণ কলেজের বিএড কোর্সের প্রশিক্ষনার্থী মোহাম্মদ নূরুল মোস্তফা উক্ত কোর্সের সমাপনী পরীক্ষা দিতে আগ্রাবাদস্থ সরকারী কমার্স কলেজে যায়। পরীক্ষা শেষে ২৬ নভেম্বর দুপুর ২টায় হল থেকে বের হলে ১ থেকে ৭নং নামীয় আসামী যথাক্রমে মুহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী(২৯), পিতা: মফজল আহমদ চৌধুরী,রতœাপুর,বাঁশখালী,চট্টগ্রাম। বর্তমান, সহকারী শিক্ষক, গশ্চি উচ্চ বিদ্যালয়, রাউজান, চট্টগাম। মো: শাহ ইকরাম (২৭), পিতা-মো: আক্কাছ সওদাগর,ফুলের ডেইল,দক্ষিণ হ্নীলা, টেকনাফ, কক্সবাজার। আহসানুল করিম (৪২), পিতা- হাজি আবদুর রহিম চৌধুরী, বিশুর পালং, রামু, কক্সবাজার। মো. আকতার হোসেন (৪৮), পিতা- মো. ইউনুছ, সুকবেখি, শাপলাপুর, মহেশখালী, কক্সবাজার, বর্তমান, সহকারী শিক্ষক, শাপলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,মহেশখালী, কক্সবাজার। হারুনুর রশিদ(৪৮), পিতা-মফজল আহমদ, পশ্চিম গোমদন্ডি, বোয়ালখালী, চট্টগ্রাম, বর্তমান, সহকারী শিক্ষক,পশ্চিম গোমদন্ডি আমির আলি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম। আহমদ হোসেন(৪৬), পিতা- আমিরুজজামান, মনকিরচর, বাঁশখালী,চট্টগ্রাম,বর্তমান-ভ’বনজয় সরকারী উচ্চ বিদ্যালয়,জুরাছড়ি, থানা, কোতোয়ালী, রাঙ্গামাটি। আমিরুল ইসলাম, পিতা-নূরুল আমিন মাহমুদ, তাইপালং, উখিয়া, কক্সবাজার, বর্তমান, সহকারী শিক্ষক, আলহাজ আলী আসিয়াা উচ্চ বিদ্যালয়, উখিয়া। রমিজ আহমদ, পিতা-আশরফ আলী, রাজাখালী, শিকদার পাড়া, পেকুয়া, কক্সবাজার, বর্তমান, পশ্চিম বড়ঘোনা রহমানিয়া দাখিল মাদ্রাসা পরবর্তীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়, পেকুয়া কক্সবাজারসহ অজ্ঞাতনামা ২০জন পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ভিকটিম মোহাম্মদ নূরুল মোস্তফাকে আগ্রাবাদস্থ আখতারুজ্জামান সেন্টারের উত্তর পার্শে ১নং আসামী মুহাম্মদ জালাল উদ্দিন চৌধুরী শার্টের কলার ধরে রিক্সা থেকে নামিয়ে কিল, ঘুষি, লোহার স্কেল দিয়ে মারাত্মক আহত করে। ২নং আসামী মো: শাহ ইকরাম (২৭) ভিকটিম মোহাম্মদ নূরুল মোস্তফার গোপনাঙ্গ চেপে ধরে হত্যার চেষ্টা করে। পরে অনান্য আসামীগন বাদির কাছ থেকে ৪১০০০/একচল্লিশ হাজার টাকা সহ মোবাইল ফোন নিয়ে যায়্ এরং তার প্যান্ট ছিড়ে ফেলে। পরে ঐদিন ডাবলমুরিং থানায় মামলা করা হয়, যার নং৩৩/৩১৫,২৬/১১/২০১৬। ধারা৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/৩৪দ:বি:। কিন্তু ডাবলমুরিং থানার এস আই মো: ছিদ্দিকুর রহমান । বিপি নং (৬২৮১১৪৩৫৮২) বাদিকে না জানিয়ে আসামীদের নাম ঠিকানা ভ’ল দিয়ে একটি দায়সারা অধর্তব্য ৩২৩ ধারার চ’ড়ান্ত রিপোর্ট দেয়। এ ব্যাপারে এস আই মো: ছিদ্দিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, বাদি আমাকে একবার ফোন করেছিল তখন আমি ঢাকায় ছিলাম। আসামীদের কাছ থেকে কোন রকম সুবিধা নিয়ে দায়সারা রিপোর্ট দেিয়ছেন কিনা জানতে চাইল তিনি কৌশলে বলেন, বাদিকে বলেন, পুন:তদন্ত করতে এটা বলে লাইন কেটে দেন। এ প্রসঙ্গে বাদির সাথে কথা বললে তিনি বলেন, আমি এস আই মো: ছিদ্দিকুর রহমানের চাহিদা মতো অর্থ দিতে পারি নাই বলে তিনি আসামীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে অর্থের লোভে আমার বিপক্ষে ভুল রিপোর্ট দেন।

শেয়ার করুনঃ

Leave a Reply