২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সকাল ৭:০৫/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৭:০৫ পূর্বাহ্ণ

বিজ্ঞানভীতি নয়, বিজ্ঞানই আমাদের উন্নত জীবনের চাবিকাঠি

     

আজ ৯এপ্রিল ২০১৭ রবিবার, সকালে অনুষ্ঠিত নগরীর কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রজন্ম বিজ্ঞান ভাবনা কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রামের পরিচালক মাসুদ কামাল বলেন, বিজ্ঞান ছাড়া জীবন অচল। পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত যা অর্জন তা বিজ্ঞানের বদৌলতেই হয়েছে। আমাদের প্রজন্মকে বিজ্ঞান ও প্রগতিশীল মানসিকতায় গড়ে তুলতে হবে। তিনি কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশংসা করে বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা কোন কর্পোরেট স্পন্সর ছাড়া এধরনের বিজ্ঞান মেলার আয়োজন দুঃসাহসী বটে। তিনি এধরনের মেলা প্রতি বছর আয়োজনের আহ্বান জানান। কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবু তালেব বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান আলোচনায় প্রধান বিজ্ঞান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজ রসায়ন বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. নু.ক.ম. আকবর হোসেন, বিশেষ আলোচক ছিলেন শিক্ষক প্রশিক্ষণ কলেজ, চট্টগ্রামের অধ্যাপক শামসুদ্দীন শিশির । প্রধান আলোচক নু.ক.ম. আকবর হোসেন বলেন পৃথিবী যখন বিজ্ঞানের উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে তখন আমাদের তরুণ প্রজন্মের কাছে বিজ্ঞান ভয়ের বিষয়ে পরিণত হয়েছে। অথচ বিজ্ঞান ছাড়া আমাদের জীবন মুহূর্তের জন্যেও অচল । তিনি বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে বলেন, বিজ্ঞানে আমাদের জ্ঞানের দৈন্যতার কারনে আমরা নিজের শারিরীক অবস্থা সম্পর্কে সামান্যতম ধারনা রাখতে পারিনা। তিনি মেলায় আগত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের উদ্ভাবনী প্রজেক্ট গুলো দেখে বলেন আমাদের এ তরুণরাই বিশ্বকে জয় করতে পারবে। বিশ্বে বাংলাদেশী তরুণরা মেধার যোগ্যতা যেভাবে রেখে আসছে তা আমাদেরকে আশাবাদী করে তুলছে। বিশেষ আলোচক শামসুদ্দীন শিশির বলেন তরুণরা ধ্যান এবং মন দিয়ে কোন কাজ করলে তা বিফলে যায় না। আজকের এ মেলা মাত্র ০৩ জন কিশোরীর চিন্তার ফল । আমরা তাদের ছোট্ট মাথায় বিশাল কর্মের সফলতার যে শিক্ষা পেয়েছি তা কাজে লাগাতে পারলে আমাদের পেছনে তাকাতে হবে না। কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী দিবসে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক শিবানী দত্ত, ধন্যবাদ জ্ঞাপন করেন সমান্তরাল বিজ্ঞান একাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল হাসান । ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন সাদিয়া ইসলাম নিশি, আসমা বিনতে আঁখি, মিতুয়া মজুমদার ও বিশিষ্ট সংগঠক নোমান উল্লাহ বাহার। ২ দিনব্যাপী বিজ্ঞান মেলায় পাহাড়তলী ও আকবরশাহ থানা এলাকার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান সংগঠন অংশগ্রহন করে। অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান কুইজ, গণিতের খুঁটিনাটি, উপস্থিত বক্তৃতা ও ভবিষ্যত ভাবনায় বিজ্ঞান শীর্ষক চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনসহ স্টল ও প্রজেক্ট উপস্থাপনকারীদের মধ্যে সেরা ৩ প্রতিষ্ঠান এবং সেরা উদ্ভাবককে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply