২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:৪২/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ

সুন্দরগঞ্জে ভারি বর্ষণ ও শিলা বৃষ্টি

     

 

মোঃ গেলাজার রহমান
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় ভারী বর্ষণ ও ব্যাপক শিলা বৃষ্টিতে পাকা বোরো ধান ও বসত বাড়ীর ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত রবিবার থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত উপজেলার কয়েকটি অঞ্চলে ভারি বর্ষন ও শিলা বৃষ্টি হয়। এতে সবজি ক্ষেত, পাকা বোরো ধান, পাট ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অনবরত ছোট-বড় শিলের আঘাতে বসত বাড়ির টিনের চাল ফুটো হয়ে যায়।এতে করে জঙ্গল ও বাঁশ ঝাড়ে আশ্রয় নেয়া বিভিন্ন প্রজাতির পাখি মারা যায়। এলাকাগুলো হচ্ছে রামভদ্র, কদমতলা, খানাবাড়ী, রাজবাড়ী। এদিকে অনেকে বর্ষণের হাত থেকে রক্ষা পেতে শিলা বৃষ্টিতে ফুটো হওয়া টিনের চাল তড়িঘড়ি করে মেরামত করছেন। অনেক দুস্থ পরিবার অর্থাভাবে মেরামত করতে না পারায় হতাশায় ভুগছেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া জানান, ক্ষতিগ্রস্থ এলাকার সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গণকে বিষয়টি ক্ষতিয়ে দেখে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply