২৫ এপ্রিল ২০২৪ / ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১২:২৩/ বৃহস্পতিবার
এপ্রিল ২৫, ২০২৪ ১২:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামে হাব গনতান্ত্রিক ঐক্য ফ্রন্টের নির্বাচনী কার্যালয় উদ্বোধন ৭০ হাজার হজ্বযাত্রীর হজ্বে যাওয়া অনিশ্চিত 

     

 

হজ্ব এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব, লায়ন প্রাক্তন গর্ভনর এম এ রশিদ শাহ বলেছেন, ২০১৬ সলে হজ্বে যেতে না পারা ৩৭ হাজার হজ্বযাত্রীসহ ২০১৭ সালের ১ লক্ষ ১৭ হাজার কোটার অতিরিক্ত হজ্বযাত্রীসহ প্রায় ৭০ হাজার হজ্বযাত্রীর হজ্বে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। কোটা অতিরিক্ত এই সকল হজ্বযাত্রী হজ্বে প্রেরণে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা না হলে হজ্বযাত্রী ও এজেন্সীর মালিকদের মধ্যে কলহ ও বিবাদ ছড়িয়ে পড়তে পারে। তাই এই মূহুর্তে অনতিবিলম্বে এই সকল হজ্বযাত্রীদের হজ্বে যাওয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, ধর্ম মন্ত্রণালয় হঠাৎ করে লাইসেন্স প্রতি ১৫০ কোটা নির্ধারণ করে ১০৯৭ টি এজেন্সীকে হজ্বযাত্রী নিবন্ধনের অনুমতি দিয়ে তিন কার্য দিবস নির্ধারণ করে দিয়ে প্রাক্-নিবন্ধন কার্যক্রম শুরু করলে উক্ত তিন কার্য দিবসে ১০৯৭ টি এজেন্সীর প্রায় ১ লক্ষ ৭৫ হাজার হজ্বযাত্রী ২২ শে ফেব্রুয়ারী ২০১৭ তরিখে নিবন্ধন করা হয়। কিন্তু অদ্যাবধি ১ লক্ষ ২৭ হাজার কোটা অতিরিক্ত বাদবাকী হজ্বযাত্রীদের হজ্বে যাওয়ার কোন উদ্যোগ ধর্ম মন্ত্রণালয় গ্রহণ না করায় হজ্বেযাত্রী ও এজেন্সীর মালিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাই এর দ্রুত প্রতিকার প্রয়োজন। তিনি আরো বলেন , হাব-এর বর্তমান কমিটির অদূরদর্শী সিদ্ধান্ত ও অনিয়মের কারণে হজ্ব এজেন্সীর মালিকরা বিপাকে পড়েছে। এই মূহুর্তে হজ্ব এজেন্সীর মালিকদের এই বিপদ থেকে রক্ষায় হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের বিকল্প নাই। তাই তিনি আসন্ন ২০ শে এপ্রিল ২০১৭ হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান আবদুস সোবহান ভূঁইয়া হাসান সাহেবের প্যানেলকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করার জন্য সম্মানিত হাব সদস্যদের প্রতি আহবান জানান। তিনি ০৮ এপ্রিল ২০১৭ বিকেল ৪টায় চট্টশ্বরী রোডস্থ মাল্টি এক্সেল ভবনের ২য় তলায় হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আটার চট্টগ্রাম জোন চেয়ারম্যান ও হাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্টের প্যানেল প্রধান আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন লায়ন চট্টগ্রামের গর্ভণর এম এ সাইদ আনসারী, আটাব চট্টগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এমদাদ উল্লাহ, আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের, আটাব চট্টগ্রাম জোনের সচিব আলহাজ্ব শরিয়ত উল্লাহ শহিদ, আটাবের সাবেক সচিব এনামুল ইসলাম, আটাব সাবেক ই,সি সদস্য আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শুক্কুর, আটাব বর্তমান ই,সি সদস্য আলহাজ্ব জিয়া উদ্দীন চৌধুরী, আলহাজ্ব মাহমুদুল হক পিয়ারু, আলহাজ্ব মাওলানা ও, এম, এম হামিদুল হক, আলহাজ্ব শহিদুল্লাহ মোহাম্মদ শাহাজাহান শহিদ, অধ্যাপক আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান, আলহাজ্ব নিজাম উদ্দীন, আলহাজ্ব আবদুল করিম, আলহাজ্ব ইয়াছিন চৌধুরী, আলহাজ্ব মাওলানা ইয়াছিন আল মাদানী, আলহাজ্ব মাওলানা শেখ ইউনুচুর রহমান, আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন, আলহাজ্ব ছাবের আহম্মদ প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply