২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / ভোর ৫:১০/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৫:১০ পূর্বাহ্ণ

কাঞ্চনাবাদে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন

     

 

চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত মুক্তিযুদ্ধের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চন্দনাইশ বিজিসি ট্রাস্টের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এসময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বহু আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্তা। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। স্বাধীনতা বিরোধী দলগুলো বারবার এদেশের ইতিহাস বিকৃত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করে আসছে। সেজন্য “মুক্তিযুদ্ধের ইতিহাস বঙ্গবন্ধুর বাংলাদেশ” চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস সম্পর্কে জাগ্রত করার আহবান জানান এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম। আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, কাঞ্চনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মোঃ বাদশা, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা এম. মনজুর আলম, মোঃ ফোরকান উদ্দিন, এম জে আবেদীন জয়, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ নেতা কফিল উদ্দিন, সাকিব, ইকবাল প্রমূখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply