২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৭:০৩/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

নাটোরে মে দিবসে রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

     

 

 

মহান মে দিবস উপলক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন নাটোর জেলার উদ্যোগে নাটোর রেড ক্রিসেন্ট সোসাইটির কারিগরী সহযোগিতায় তেবাড়িয়া শহরের আরমান মোড়ে দিনব্যাপী সেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ৮টা হতে বিকাল ৩টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে নারী-পুরুষ সবাইকে বিভিন্ন সেবা বিনামূল্যে প্রদান করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন ২নং তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওমর আলী প্রধান। এছাড়া আরো উপস্থিত ছিলেন কমিশনার জনাব বাবুল ও জনাব জিল্লুর রহমান, সংগঠনের বিভাগীয় সভাপতি হাফিজুর রহমান এবং জেলা সভাপতি এলাহী আলামীন সবুজ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান উক্ত সংগঠনকে এ ধরণের সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এ ধরণের সেবা কার্যক্রম যেন তারা নিয়মিত আয়োজন করেন। সংগঠনের কর্মকর্তাগণ এ সেবাকার্যক্রম বছরের বিভিন্ন সময়ে করার আগ্রহ প্রকাশ করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করেন- ঢাকা হতে আগত ডা. এনামুর রহমান সাদাফ, এমবিবিএস। চিকিৎসক ব্যবস্থাপত্রের পাশাপাশি ঔষধও প্রদান করেন। এছাড়াও ছিলো বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, ওজন পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা ইত্যাদিরও ব্যবস্থা। এ সময় ৮ ব্যাগ রক্ত রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোরকে প্রদান করা হয়। প্রায় কয়েক শতাধিক নারী-পুরুষ ও শিশু বিভিন্ন সেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সবাই সন্তুষ্টি প্রকাশ করেন এবং আহমদিয়া যুব সংগঠনের এ কার্যক্রমকে সাধুবাদ জানান।

 

শেয়ার করুনঃ

Leave a Reply