২৬ এপ্রিল ২০২৪ / ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:৩৯/ শুক্রবার
এপ্রিল ২৬, ২০২৪ ৪:৩৯ পূর্বাহ্ণ

জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিলেন মেয়র নাদের বখত

     

আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জ পৌরসভায় দায়িত্ব গ্রহনের পরপরই বুধবার ১ম দিনের কার্যসুচিতে শহরের তেঘরিয়া-লম্বাহাটি-বড়পাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত পৌর মেয়র নাদের বখত। গত ১লা মে মঙ্গলবার ও ২রা মে বুধবার তিনি লম্বাহাটি-বড়পাড়া এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের প্রতিশ্রুতি দেন। এ দুদিন ঐ এলাকার স্থানে স্থানে লেগে থাকা জলাবদ্ধতার বাস্তব চিত্র সরজমিন পরিদর্শন করেন তিনি। বুধবার বিকেলে লম্বাহাটি গ্রামের হাসন নূর মিয়ার বাড়ীর সামনের রাস্তার জলাবদ্ধতা নিরসন করেন। পরে তিনি ঘুরে দেখেন বড়পাড়া আবাসিক এলাকা। এসময় সমস্যা কবলিত মানুষের সাথে কথা বলেন তিনি। পুরো এলাকার দীর্ঘদিনের সমস্যা জর্জড়িত ভুক্তভোগীদের ভোগান্তি পর্যায়ক্রমে নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি। এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,মানুষ ভোগান্তিতে থাকার জন্য আমাকে নির্বাচিত করেনি। আমি তাদের কাছে যে ওয়াদা করেছি সেগুলো রক্ষা করে শান্তিপ্রিয় মানুষের কাছে থাকতে চাই। আমার শহরে কেউ বঞ্চিত থাকতে পারেনা। প্রত্যেক নাগরিকের সেবা করা আমার দায়িত্ব। আজ বৃহস্পতিবার শহরের কাজিরপয়েন্ট এর সুরমা ১ থেকে ১০ নং আবাসিক এলাকার বাসভবনের সামনের জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য সুনামগঞ্জ পৌরসভার একাধিক সমস্যার মধ্যে বর্তমান সময়ের প্রধান সমস্যাটিই হচ্ছে জলাবদ্ধতা। বিশেষ করে বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা প্রকট আকার ধারন করে। শহরের পানি নদীতে নিস্কাশনের কোন উদ্যোগ অতীতে নেয়া হয়নি। মেয়র বলেন আমরা আর প্রকৃতির উপর ভরসা করবোনা। দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজেও কাজ করবো। বৃষ্টির পানি যাতে সহজে নদীতে নামতে পারে সেই পথ উন্মুক্ত করে দেবো।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply