২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:১০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ

সুনামগঞ্জে দু:স্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

     

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নে প্রত্যন্ত গ্রামে ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ তাদের মধ্যে বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়েছে। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সমৃদ্ধি কর্মসূচির উদ্দ্যেগে ও পিকেএসএফ এর অর্থায়নে সদর উপজেলার মুসলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দিনব্যাপি এলাকার হতদরিদ্র ৩ শতাধিক শিশু, মহিলা ও পুরুষদের হার্ট, চর্ম, যৌন, চক্ষু, দাঁত ও ডায়াবেটিক রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরীক্ষা নীরিক্ষা করে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধপত্র দেয়া হয়। দিন ব্যাপী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ দেবাশিষ সরমা, টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডাঃ সুকুলাল রায়। চিকিৎসা সেবায় সহায়তা করেন, স্বাস্থ্য কর্মকর্তা সুলতান মাহমুদ, জাহিদ হাসান। ঔষধ বিতরণ কার্যক্রমের দ্বায়িত্বে ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাদল হোসেন, এম আই এস অফিসার মোঃ মনিরুজ্জামান। পদক্ষেপ সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ মজিবুল হক জানান এ ধরনের ২৩টি স্বাস্থ্য ক্যাম্প ইতিপূর্বে সফলভাবে সম্পন্ন করেছেন তারা। কার্যক্রমটি এলাকায় ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে।

শেয়ার করুনঃ

Leave a Reply