২৯ মার্চ ২০২৪ / ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ / বিকাল ৪:২০/ শুক্রবার
মার্চ ২৯, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে প্রাইম হাসপাতাল সিলগালা

     

 

হিমেল তালুকদার, ঠাকুরগাঁও প্রতিনিধি

বৈধ কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে ঠাকুরগাঁও শহরের ‘প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স’ নামের একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালত ঐ ক্লিনিকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেন। আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিক এসবি সাত্তার।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের ‘প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স’ নামের বেসরকারি একটি ক্লিনিকে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিক এসবি সাত্তার। ক্লিনিকের মালিক সাবির হোসেন সাজু তাঁর প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালতের নির্দেশে ওই ক্লিনিকের কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়। এ ছাড়া ক্লিনিকের মালিককে ১০ হাজার টাকার অর্থদণ্ড করেন আদালত।

শেয়ার করুনঃ

Leave a Reply