১৯ এপ্রিল ২০২৪ / ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ১১:০০/ শুক্রবার
এপ্রিল ১৯, ২০২৪ ১১:০০ অপরাহ্ণ

দেশ জাতির কল্যাণে সাংবাদিকদের ভুমিকা অতুলনীয়

     

সুস্হ চিন্তার বিকাশ ঘটিয়ে দেশ জাতির কল্যাণে সাংবাদিকেরা প্রতিনিয়ত ভুমিকা রাখছে। সকল গণমাধ্যমের কর্মীরা এককাতারে আসলে পেশার উৎকর্ষতা বা মর্যদা বাড়বে।সংগঠন করতে গিয়ে বিভক্তি সৃষ্ঠি হলে নিজেদেরই শক্তি খর্ব হয়।সাংবাদিকদের মধ্যে বৃহৎ ঐক্য গড়ে তুলতে হবে। প্রাণখোলে সত্য ও বস্তুনিষ্ঠ রিপোর্ট করতে পারলে সমাজ বিবর্তনে সাংবাদিকেরা বিরাট ভুমিকা রাখতে পারবে।চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব শুরু থেকে সেই লক্ষ্যে বাস্তবায়নে কাজ করছে।আজ মোস্তাফা জব্বার সমর্থিত চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের এক বিশেষ সভায় অনলাইনে কর্মরত সম্পাদক ও সাংবাদিকেরা মুক্ত আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন।এই সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও www.banglapostbd.com সম্পাদক এম. আলী হোসেন।

সাধারণ সম্পাদক ইসলাম রবির সঞ্চালনয়া বক্তব্য রাখেন এন এ খোকন, এস ডী জীবন, পারভেজ খান, খোরশেদ আলম সোহেল, যায়িদ বিন তারিখ, পলাশ চৌধুরী, রাহুল দাশ, নুরুল হুদা, মোঃ সাদী প্রমূখ।

মে দিবস পালনসহ  সভায় বেশ কিছু সাংগঠনিক সিন্ধান্ত গ্রহণ করা হয়।

 

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply