২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / সন্ধ্যা ৬:২০/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

ছাত্রনেতা নুরুল আজিম রনির বিরুদ্ধে মিথ্যা মামলার সত্য উন্মোচন

     

 

জনপ্রিয়তা ও বীরত্বের অগ্নিশিখা সাধারণ সম্পাদক,চট্টগ্রাম মহানগর নুরুল আজিম রনির অভাব পূরন হওয়ার নয় বলে মনে করছেন নগর ছাত্রলীগের নেতারা। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা সঠিক নেতৃত্বহীনতায় ভুগছেন। গতকাল এক সাক্ষাতকারে এমনটিই বলেছেন নগর ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক কাজীমাহমুদুল হাসান রনি, তিনি বলেন, সম্প্রতি যে কোচিং সেন্টার নিয়ে যে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। কোচিং এর পরিচালক জৈনক রাশেদ মিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং  ছাত্র/ছাত্রী ভর্তি করানোর জন্য আমাকে প্রায় নিয়মিত ফোন দিত সাথে সাথে বলতো কোচিং এর অর্ধেক অংশীদারতো আপনাদেরইনুরুল আজিম রনি। এরপর থেকে আমি নিজেই উৎসাহিত হয়ে কোচিং  বেশ কিছু শিক্ষার্থী ভর্তি করাই। রাশেদ সাহেব আমাকে আরো বলেনএর একটি শাখা আগ্রাবাদেও খোলার জন্য এবং বেশ কিছু টাকাও চায় আমার কাছে এই মর্মে যেসে আমাকে উক্ত কোচিং শাখাটির শেয়ার দিবেন। বিষয়টি আমরা খতিয়ে দেখলে জানা যায় যে একই জালেফাঁসানো হয়েছে এই চট্টলার জনপ্রিয় ছাত্রনেতা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় কোচিংকে আরো উন্নত করার লক্ষ্যে রাশেদ সাহেবের কথার উপর ভিত্তি করে যেউনি উক্ত কোচিং সেন্টারের অর্ধেক অংশীদার দেবেন মর্মেও বিষয়টিতে সম্মতি প্রদান করেন। জানা যায় যেতিনি পরিবার আত্মীয় থেকে ঋনে টাকা নিয়ে  থেকে ১০ লক্ষাধিক টাকা দেন এবং কোচিং এর অর্ধেক অংশীদার হন। পরবর্তীতে হিসাব চাইতে গেলে তিনি হিসাব দিতে চাইতেন না বিষয়টি এদিক ওদিক করে ঘুরিয়ে দিতেন। এক পর্যায়ে বাৎসরিক শেষ পর্বের হিসাব চাইতেই তিনি রনি বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ করে মামলা দায়ের করেন নগরীর পাঁচলাইশথানায়। জনপ্রিয় এই ছাত্রনেতাকে কেনকে বা কাদের ইশারায় এই ছাত্রনেতাকে এভাবে ফাঁসানো হয়েছে এটিই এখন চট্টগ্রামের তরুণ প্রজন্মচট্টলাবাসী  মহানগর ছাত্রলীগ নেতা  কর্মীদের মনে প্রশ্নবিদ্ধ। তারা বলেনঅতীতে ছাত্র/ছাত্রীদের পক্ষে আন্দোলনে রনির ভূমিকা ছিল দর্শনীয়। তারা আরো বলেনকোন মিথ্যাসাজানোবানোয়াট রচনা লিখেশেষ করা যাবেনা ‘রনি রাজনীতির অধ্যায়। অতীতে থেমে ছিলনাভবিষ্যতেও থামানো যাবেনা বলে মন্তব্য করেছেন

About The Author

শেয়ার করুনঃ