২৪ এপ্রিল ২০২৪ / ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫১/ বুধবার
এপ্রিল ২৪, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ

সুনামগঞ্জে পদক্ষেপের মৌলিক প্রশিক্ষণ শুরু

     

 

সুনামগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর উদ্যোগে সমৃদ্ধি কমৃসূচীর শিক্ষকদের বিষয়ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।  গত শনিবার সকাল ১০টায় পদক্ষেপ সুনামগঞ্জ সদর শাখায় সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন এ সময় তিনি বলেন, সুরমা ইউনিয়নে পদক্ষেপ এর ৫৩টি বৈকালিক শিক্ষাকেন্দ্র চলমান রয়েছে এর মধ্যে কয়েকটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন এবং পরবর্তীতে আরো পরিদর্শন করবেন বলে জানান, পদক্ষেপ এর অন্যান্য কর্মসূচী স্বাস্থ্য, কৃষিসেবা, কমিউনিটি উন্নয়ন, ভিক্ষুক পূনর্বাসন, যুব প্রশিক্ষণসহ সকল কর্মকান্ডের মদ্যে শিক্ষা বিষয়ক কর্মসূচি অন্যতম। এ সকল উন্নয়নমূলক কর্মসূচীর জন্য পদক্ষেপ ও পিকেএসএফ এর উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। প্রাথমিক বিদ্যালয়ে ঝরেপড়া রোধে এ কার্যক্রম ব্যাপক ভূমিক পালন করছে। একই সাথে ৫দিন ব্যাপি বিষয়ভিত্তি মৌলিক প্রশিক্ষনেরে শুভ উদ্বোধন ঘোষনা করেন। সুনামগঞ্জ সদর উপজেলার  সহকারী শিক্ষা অফিসার(প্রাথমিক) সোলেমান মিয়া বলেন, প্রাথমিক বিদ্যালয় এবং পদক্ষেপ এর সমন্বয় থাকলে ঝরেপড়া রোধ এবং শিক্ষার মানউন্নয়ন করা সম্ভব, এ বিষয়য়ে প্রাথমিক শিক্ষা বিভাগ ও পদক্ষেপ একসাথে কাজ করা যেতে পারে। প্রশিক্ষণ কার্যক্রমে সহায়তা ছিলেন এমআইএস অফিসার মোঃ মনিরুজ্জামান, এসডিও আলমগী ও আঃ রহিম খলিফা। সমৃদ্ধি কর্মসূচীর কো-অর্ডিনেটর মোঃ মজিবুল হক জানান, পিকেএসএফ এর অর্থায়নে ২০১১ ইং সাল থেকে সদর উপজেলার সুরমা ইউনিয়নে হতদরিদ্র মানুষের শিক্ষা নিশ্চিত করে যাচ্ছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র্। তিনি আরো জানান প্রশিক্ষণ গ্রহনের ফলে শিক্ষকগন শিক্ষার মৌলিক বিষয়াদি সম্পর্কে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে কাজে লাগাতে পারবেন। তিনি আরো বলেন, শিক্ষকদের ৫দিন ব্যাপী বিষয়ভিত্তি মৌলিক প্রশিক্ষণের  আরো একটি ব্যাচ একই সাথে বেরীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহায়তা অনুষ্ঠিত হচ্ছে।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply