২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / বিকাল ৫:৫৮/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভা

     

অস্থায়ী মুজিব নগর সরকারের ভুমিকা
বাঙালীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যেগে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ১৮ এপ্রিল সন্ধা ৭টায় সংগঠনের সভাপতি মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাউজান উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রবীণ সংগঠক কিরণ লাল আচার্য্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ স্বপন সেন। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠক প্রসেনজিৎ সরকার,মামুরখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সংগঠক কবি সজল দাশ, ডাঃ মোঃ জামাল উদ্দীন, আশীষ চৌধুরী, দক্ষিণজেলা স্বেচ্ছাসেবকলীগনেতা সালাউদ্দীন লিটন, সংগঠক শহীদুল ইসলাম সুমন, দক্ষিণজেলা কৃষকলীগনেতা আবুল হোসেন শুভ, সংগঠক কামাল হোসেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোস্তাফা কামাল, সাংবাদিক সোহেল তাজ, আজিম উদ্দীন, রতন ঘোষ প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ঐতিহাসিক মুজিব নগর সরকারের মাধ্যমে এদেশের স্বাধীনতা আন্দোলন তরান্বিত করতে সাহায্য করেছিলেন। বিশেষ করে যুদ্ধকালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের কাছ স্বাধীনতার স্বীকৃতি ও সমর্থন যোগাতে মুজিব নগর সরকারের ভুমিকা ঐতিহাসিক ও চিরস্মরণীয়। তিনি আরো বলেন জাতির জনক বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে জাতীয় চারনেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দীন, এইচ.এম. কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলীর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সৃষ্টিতে মেহেরপুরের আ¤্রকাননে অস্থায়ী মুজিব নগর সরকারের ভুমিকা বাঙালীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন ঐতিহাসিক মুজিব নগর সরকার বাঙালী জাতীয়তাবাদ ও স্বাধীনতা সৃষ্টির মুল ফ্ল্যাটফরম হিসেবে মুক্তিযোদ্ধা পরিচালনার চুড়ান্ত দিক নির্দেশনা দিয়ে গেছেন। মুলত জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে তাঁরই অনুপস্থিতেও জাতীয় চার নেতার দুরদর্শী এবং সাহসী নেতৃত্বে বাংলার স্বাধীনতা অর্জনে অস্থায়ী মুজিব নগর সরকারের ভুমিকা আমাদের জাতি জীবনে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতাসহ জাতির জন্য জীবন উৎসর্গকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংবাদদাতা

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply