২৩ এপ্রিল ২০২৪ / ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / দুপুর ১:৩৯/ মঙ্গলবার
এপ্রিল ২৩, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ

রোটারী ক্লাব অব চট্টগ্রাম রেইনবোর অভিষেক অনুষ্ঠান

     

 

রোটারী যুগ যুগ ধরে বিশ্বব্যাপী মানবতার জন্য কাজ করে, রোটারীতে এখন অনেক পরিবর্তন এসেছে। আগে রোটারীতে মহিলাদের সম্পৃক্ততা অনেক কম ছিল, তবে এখন রোটারীতে মহিলা ও পুরুষ সবাই মিলে বিশ্ব মানবতা ও সমাজের উন্নয়নসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে, সত্যিই প্রশংসনীয়। কথাগুলো বলেছিলেন গত ৭ই এপ্রিল হোটেল আগ্রাবাদে আয়োজিত রোটারী ক্লাব অব চট্টগ্রাম রেইনবোর চার্টার প্রেজেন্টটেশন ও ফার্ষ্ট ইনন্সটোলেশান সিরিমনির প্রধান অতিথি এদেশের বিশিষ্ট ভাষা বিজ্ঞানী, বাংলা ভাষা ও ব্যাকরণবিদ, গবেষক ও শিক্ষাবিদ এ বছর বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত ডঃ মাহবুবুল হক। তিনি রোটারী ক্লাব অব চট্টগ্রাম রেইনবোর চার্টার প্রেসিডেন্ট জাহেদা আক্তার মিতা ও ক্লাব মেম্বারদের অভিনন্দিত করেন এবং উক্ত ক্লাবের সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ বর্তমান গর্ভনর প্রফেসার ডঃ মোঃ তৈয়ব চৌধুরী উনার উপদেশ ও দিকনির্দেশনা মূলক বক্তব্যে রোটারীর বিভিন্ন মিটিং ও অনুষ্ঠানগুলোতে ফুলসহ ব্যয়বাহুল্যতা কমিয়ে সেই টাকায় বিভিন্ন সার্ভিস প্রজেক্টের মাধ্যমে গরীব দুঃস্থ মানুষের জন্য ব্যয় করার অনুরোধ জানান। ক্লাব এডভাইজার পিপি লতিফ আনোয়ার চৌধুরী কল টু দা অর্ডারের মাধ্যমে মিটিং শুরু করেন। রোটারিয়ান ইফতেখার উদ্দিন খানের কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রোটা: সালাউদ্দিনের ইনভোকেশান পাঠের পর গর্ভনর তৈয়ব চৌধুরী চার্টার সার্টিফিকেট প্রদান করেন এবং ক্লাব এডভাইজার উক্ত ক্লাবের চার্টার প্রেসিডেন্ট জাহেদা আক্তার মিতাকে কলার পরিয়ে দেয়ার মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। চার্টার প্রেসিডেন্ট ক্লাব এর সকল বোর্ড মেম্বারদের পরিচয় করিয়ে ক্রেস্ট প্রদান করেন। চার্টার প্রেসিডেন্ট বক্তব্যে বলেন, সমাজে যারা আমাদের চেয়ে কম সৌভাগ্যবান আমরা সব রোটারিয়ান বা তাদের পাশে দাঁড়াবো, সমাজের অবহেলিত মানুষগুলোর মুখে হাসি ফুটাবো। তিনি নতুন যাত্রা শুরু করা রেইনবো ক্লাবের অগ্রযাত্রা ও সাফল্যের জন্য সবার দোয়া কামনা করেন। অভিষেক অনুষ্ঠানে উক্ত ক্লাবের উদ্যোগে দুইটি হাতই নেই অনিল নামের এমন একজন ভিক্ষুক কে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করে একটি দোকান করে দেয়ার উদ্যোগে নগদ ২৫ হাজার টাকা ও গভর্ণর ডিষ্ট্রিক ফান্ড থেকে আরো ১০,০০০/- টাকা প্রদান করার ঘোষণা দেন। এই অসাধারণ মহতী উদ্যোগে রোটা: জব্বার চৌধুরী, রোটা: লতিফ আনোয়ার চৌধুরী, রোটা: ফরহাদ ইয়াসমীন সহ অনেকেই নগদ টাকা প্রদান করেন। এছাড়া রানু বেগম নামের একজন গরীব মহিলাকে রোটা: ক্লাব আগ্রাবাদের সহযোগিতায় একটি সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন উক্ত ক্লাবের এসিসটেন্ট গর্ভনার খনরঞ্জন রয়, ক্লাব অরগানাইজার পিপি কেরামোতুল আজীম পিন্টু, উএঊ দিল নাসিন মহসিন, উএঘ আতাউল রহমান পীর, পিডিজি মনঞ্জুরুল হক চৌধুলী, স্পন্সরিং ক্লাব আগ্রাবাদের প্রেসিডেন্ট জব্বার চৌধুরী, ডিষ্ট্রিক্ট ফার্ষ্ট লেডী ফরজানা হক রূপসা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডির্ষ্ট্রিক্ট সেক্রেটারী রেজাউল করিম, ডিষ্ট্রিক কোডিনেটর মেহরাজ শফি, রোটা: আমীন সোহেল, ডিষ্ট্রিক্ট ট্রেজারার মনিরুজ্জামান সহ রোটারী করিম, ডিষ্ট্রিক কোডিনেটর মেহরাজ শফি, রোটা: আমীন সোহেল, রোটা: রোকেয়া সুলতানা, ডিষ্ট্রিক্ট ট্রেজারার মনিরুজ্জামান সহ রোটারী ডিষ্ট্রিক্ট ৩২৮২ বিভিন্ন নেতৃবৃন্দ। ক্লাব সেক্রেটারী মাহবুবুল আলম সেক্রেটারী রিপোর্ট প্রদান করেন, চীপ গেষ্টের বায়োগ্রাফী পাঠ করেন ভাইস প্রেসিডেন্ট রোটা: শফিকুর রহমান, এবং রোটা: রায়হান উদ্দিনের ভোট অব থ্যাংকস প্রদানের পর প্রেসিডেন্ট সবাইকে নৈশ ভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply