২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৯:৪৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ

পেকুয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে- রাজাখালীর ভূমিহীনদের আবেদন যাচাই বাছাই

     

পেকুয়া(কক্সবাজার)সংবাদদাতা
কক্সবাজারের পেকুয়ায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষ্যে রাজাখালী ইউনিয়নের আবেদনকারী ভূমিহীনদের দরখাস্ত যাচাই বাছাই প্রক্রিয়া শুরুর খবর পাওয়া গেছে। গতকাল ৫এপ্রিল বুধবার সকাল ১১টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রক্রিয়ার সরেজমিন শুভ উদ্বোধন করেন ইউএনও মোঃ মাহাবুবউল করিম। এসময় উপস্থিত ছিলেন, পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) ও.সি মোঃ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীন পেকুয়া উপজেলার বারবাকিয়া রেঞ্জ অফিসার বাবু উত্তম কুমার পাল, একই রেঞ্জ বনবিভাগের বারবাকিয়া ও পাহাড়চাদা বনবিটের অফিসার সাইফুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের কানুনগো(ভারপ্রাপ্ত) মোঃ আলমগীর কবির, উপজেলা ভূমি অফিস সহকারী সামশুল ইসলাম ছিদ্দিকী, রাজাখালী ইউপি চেয়ারম্যান মোঃ ছৈয়দ নূর, স্থানীয় ইউপি সদস্য মোঃ আজমউদ্দিন প্রকাশ আজু মেম্বার, ইউনিয়ন ভূমি তহশিলদার, ইউপি সচিব গোলাম নবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রক্রিয়ার শুভ উদ্বোধনকালে ইউএনও মোঃ মাহাবুবউল করিম বলেন, সরকারের দেশব্যাপী ভূমিহীন পূর্নবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে মাঠ পর্যায়ে সরেজমিন যাচাই বাছাই প্রক্রিয়াটি সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সবাই সততা, নিষ্টা ও আন্তরিকতা নিয়েই কাজ করবে। এসময় বারবাকিয়া রেঞ্জ বন কর্মকর্তা বাবু উত্তম কুমার পাল সংরক্ষিত বনবিভাগের পিএফ জায়গা জমি কোন অবস্থাতেই যাতে কেউ বন্দোবস্তি হাতিয়ে নিতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দেন।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply