১৭ এপ্রিল ২০২৪ / ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৫৯/ বুধবার
এপ্রিল ১৭, ২০২৪ ৩:৫৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদীতে মাছ ধরার জাহাজ সহ ২৭ টন জাটকা ইলিশ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত

     

 

নিজস্ব প্রতিনিধি
সরকারের দিক নির্দেশনা জাটকা ইলিশ নিধন করে নিয়ে পালানোর সময় র‌্যাব-৭, গোয়েন্দা সংবাদের মাধ্যমে অসাধু ব্যবসায়ী ‘এফভি সী-হার্ট’ এবং ‘এফভি উষা’ ফিশিং ভেসেলের মাধ্যমে সমুদ্র হতে জাটকা ইলিশ ধরে নগরীর সদরঘাট থানাধীন অমরচিত্ত ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে অবস্থান কালে ৫ এপ্রিল সকালে ১০.৩০ মিনিটের দিকে ভ্রাম্যমান আদালতের সহায়তায় আটক করেন ।

র‌্যাবের সিনিয়র এএসপি মিমতানুর রহমান (বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ মুরাদ এবং মৎস জরিপ কর্মকর্তা এ্যানি কর্মকার এর সহায়তায়) ভ্রাম্যমান আদালতের অভিযানে ‘মৎস রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ সনের ৫ এর (ক) ধারা মোতাবেক ‘এফভি সী-হার্ট’ (সী-হার্ট ফিশিং কোম্পানী, প্রযতেœঃ আব্দুল কাদের, মাহা বিল্ডিং, কোতোয়ালী, চট্টগ্রাম) ফিশিং ভেসেল হতে ২০ টন জাটকা ইলিশ, ৩৫০ মিটার মাছ ধরার জালসহ উক্ত ফিশিং ভেসেলটি জব্দ করা হয় এবং ‘এফভি উষা’র মালিক মোরশেদ মুরাদ ইব্রাহীম (৫০), পিতা-মৃত সেকেন্দার আলী, ক্রিস্টাল গ্র“প, ২৬১ মাঝিরঘাট রোড, সদরঘাট, চট্টগ্রাম) ফিশিং ভেসেল হতে ০৭ টন জাটকা ইলিশসহ সর্বমোট ২৭ টন (২৭,০০০ হাজার কেজি) জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

জব্দকৃত ফিশিং ভেসেল, মাছ ধরার জাল এবং উদ্ধারকৃত জাটকা ইলিশের আনুমানিক মূল্য ২৬ কোটি ৫০ লক্ষ টাকা প্রাথমিক ভাবে জানান। উদ্ধারকৃত জাটকা ইলিশ জেলা প্রশাসনের তত্তাবধানে বিভিন্ন এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়েছে এবং জব্দকৃত ফিশিং ভেসেলটি বাজেয়াপ্ত করার পরবর্তী পদক্ষেপ গ্রহন কোতোয়ালী থানায় প্রস্তুতি চলছে বলে র‌্যাব-৭পতেঙ্গা সদর সূত্রে জানা গেছে।র‌্যাবের মিডিয়া অফিসার মোঃ রুহুল আমিন স্বাক্ষরিত প্রেসবার্তায় জানান যে,জাটকা ইলিশ নিধনে সরকারের দিক নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ প্রয়গ অব্যাহেত থাকবেই।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply