২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৪:১৬/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৪:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মুজিবনগর দিবসের সমাবেশে হাসিনা মহিউদ্দিন

     

চট্টগ্রাম মহানগর আওয়ামী মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন বলেছেন, মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের শিকড়। এই সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ বিশ্বে বৈধতা পেয়েছে। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আঙ্গুলি হেলনে নিরস্ত্র বাঙালি হানাদার বাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে সশস্ত্র হয়ে উঠেছিল। একই ভাবে বাঙালি জাতিসত্তা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে আমরা সশস্ত্র হয়ে ওঠার হিম্মত রাখি। আজ বিকেলে প্রয়াত আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশকে যুদ্ধাপরাধী ও দুরাচার মুক্ত করেছেন। তাকে হত্যার জন্য একাধিক হামলা হয়েছে। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। তারপরও তাকে হত্যার নীলনক্সা থেমে নেই। কারণ দলের মধ্যে এখনও খোন্দকার মোশতাকরা ঘাপটি মেরে আছে। এদেরকে চিহ্নিত করে নিশ্চিহ্ন করতে হবে। তিনি আরো বলেন, পরাধীন আমলে ঔপনিবেশিক শক্তি আমাদের গ্রাস করেছিল। ধর্মের নামে শোষণ ও হানাহানি হয়েছে। আজ সেই অবস্হা থেকে বেড়িয়ে এসে গরীব মানুষের ভাগ্যোন্নয়নের জাগ্রত হতে হবে এবং লুঠেরাদের প্রতিহত করতে হবে।
সাংগঠনিক সম্পাদক হোসনে আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা চৌধুরী আনজী, সহ-সভাপতি মমতাজ খান, সম্পাদকমন্ডলীর সদস্য লায়লা আক্তার এটলী, হুরে আরা বিউটি, আয়েশা আলম, হাসিনা আক্তার টুনু, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা বড়ুয়া, নাজমা মাওলা, আয়েশা ছিদ্দিকা, ফাতেমা আক্তার, নুরুন নাহার বেবী, মনোয়ারা বাহাদুর, রুবি, হোসনে আরা পারু, অধ্যাপক শিরিন আকতার, আয়শা আকতার পান্না, মমতাজ বেগম, মাশরুফা বাহাদুর প্রমুখ।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply