২০ এপ্রিল ২০২৪ / ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ / রাত ৩:৪৯/ শনিবার
এপ্রিল ২০, ২০২৪ ৩:৪৯ পূর্বাহ্ণ

বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার -শাহজাহান খান

     

 

বাংলাদেশ জাতীয় শ্রমিক কর্মচারী পরিষদের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রতিনিধি সভা ও সম্মেলন চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি সাবেক প্যানেল মেয়র ও ভারপ্রাপ্ত মেয়র রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী শাহজাহান খান এম.পি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম দুলাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হেদায়তুল ইসলাম, শফি বাঙ্গালী, শামসুল আল, আবদুল মান্নান। বক্তব্য রাখেন সোহেল হক, মোহাম্মদ ইউসুফ, মাহবুবুল রহমান, মোস্তাক আহমদ মুরাদ, রুসালী রাশা প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাহা খান বলেন, আমাদের এ সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকার শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নের সরকার। তিনি সরকার প্রধান হওয়ার পর থেকে শ্রম জীবি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, গর্ভবতী নারীদের জন্য ছয় মাসের ছুটি মঞ্জুর করা, শ্রমজীবী মানুষের জন্য বেতন ও মজুরী বৈষম্য দূরকরার উদ্যোগ নেয়া যা অত্যান্ত প্রশংসার দাবী রাখে। তিনি শ্রমজীবী মানুষের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আহবান জানান।

About The Author

শেয়ার করুনঃ

Leave a Reply